রোববার ১৫ ডিসেম্বর ২০২৪

সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল কেনিয়া
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: বুধবার, ১৭ জুলাই, ২০২৪, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
কেনিয়া সরকারের পদত্যাগ দাবিতে দক্ষিণ নাইরোবিতে রাস্তায় টায়ার পুড়িয়ে বিক্ষোভ করছেন সাধারণ মানুষ।

কেনিয়া সরকারের পদত্যাগ দাবিতে দক্ষিণ নাইরোবিতে রাস্তায় টায়ার পুড়িয়ে বিক্ষোভ করছেন সাধারণ মানুষ।

তাজাখবর২৪.কম,আন্তর্জাতিক ডেস্ক: সরকারবিরোধী বিক্ষোভে ফুঁসে ওঠেছে পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া। দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ করছেন দেশটির সাধারণ মানুষ। খবর আলজাজিরার।প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার (১৬ জুলাই) সরকারের সঙ্গে সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বিক্ষোভকারীরা। এদিন নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত একজন নিহত ও বহু আহত হওয়ার খবর পাওয়া গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল (মঙ্গলবার) কেনিয়ার রাজধানী নাইরোবিতে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হন। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে। এ সময় এক বিক্ষোভকারী নিহত হন। এ পরিস্থিতিতে দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।গত মাসে কেনিয়া সরকার কর বৃদ্ধি সংক্রান্ত একটি নতুন বিল পাস করলে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। এটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সরকার বিতর্কিত বিলটি প্রত্যাহার করে নেয়।
 
এরপর অপশাসন, দুর্নীতি, পুলিশের জবাবদিহিতা না থাকা ও সাম্প্রতিক সহিংসতায় কয়েকজনের প্রাণহানির জেরে রুটোর নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে আবারও বিক্ষোভ শুরু করে দেশটির সাধারণ মানুষ।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুরো মন্ত্রিসভাকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট রুটো; আর পদত্যাগ করেছেন দেশটির পুলিশপ্রধান। এরপর বিক্ষোভকারীদের সংলাপে বসার আহ্বান জানান প্রেসিডেন্ট রুটো।কিন্তু বিক্ষোভকারীদের এক দাবি, রুটোর পদত্যাগ। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রুটোর সঙ্গে কোনও সংলাপে বসবেন না তারা।গতকাল (মঙ্গলবার) দক্ষিণ নাইরোবির কিটেনজেলা এলাকায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে একজন নিহত হন। পরে তাঁর মরদহে নিয়ে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ; তারা ‘রুটোর বিদায় চাই’ স্লোগান দেন।

তাজাখবর২৪.কম: ঢাকা বুধবার, ১৭ জুলাই ২০২৪, ২ শ্রাবণ ১৪৩১, ১০ মহররম  ১৪৪৬

 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝