সূচক ঊর্ধ্বমুখী, আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেন ৯২ কোটি
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
মঙ্গলবার (১৬ জুলাই) লেনদেনের প্রথম আধা ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক বেড়েছে ১৫ দশমিক ৮৭ পয়েন্ট। ফাইল ছবি
তাজাখবর২৪.কম,ঢাকা: সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মাধ্যমে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চলছে। আর লেনদেনের প্রথম আধা ঘণ্টায় ডিএসইর লেনদেন ছাড়িয়েছে ৯২ কোটি টাকা।মঙ্গলবার (১৬ জুলাই) চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের প্রথম আধা ঘণ্টায় (সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৫ দশমিক ৮৭ পয়েন্ট বেড়েছে। তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে কমেছে ৩৪ দশমিক ১৫ পয়েন্ট।
ঢাকা স্টক এক্সচেঞ্জ
ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার লেনদেনের প্রথম আধা ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৫ দশমিক ৮৭ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৩ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৫ হাজার ৫০০ দশমিক ৮৩ পয়েন্টে ও ১ হাজার ২০৭ দশমিক ০১ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ১৫ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৫৯ দশমিক ৬১ পয়েন্টে।এ সময় ডিএসইতে ৩৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৬৫টির কোম্পানির শেয়ারের, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টি।এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৯২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ৩৪ দশমিক ১৫ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ২০ দশমিক ৭৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৫ হাজার ৫৯৭ দশমিক ৮৯ পয়েন্টে ও ৯ হাজার ৩৮৭ দশমিক ২৮ পয়েন্টে।আর সিএসআই সূচক ২ দশমিক ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৯ দশমিক ৮২ পয়েন্টে। এছাড়া সিএসই-৩০ সূচক ৪৯ দশমিক ৩১ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক ৩ দশমিক ৬৪ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ১২ হাজার ১১৬ দশমিক ৭৫ পয়েন্টে ও ১ হাজার ১০৬ দশমিক ৪০ পয়েন্টে।এ সময় লেনদেন হয়েছে ২৬ লাখ ৬ হাজার টাকার।লেনদেন হওয়া ৬৩ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩টি কোম্পানি শেয়ারের, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির।
তাজাখবর২৪.কম: ঢাকা মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪, ১ শ্রাবণ ১৪৩১,৯ মহররম ১৪৪৬