গুলিতে ট্রাম্পের ডান কানের উপরের অংশ ‘ফুটো হয়ে গেছে’
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: রোববার, ১৪ জুলাই, ২০২৪, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
তাজাখবর২৪.কম,আন্তর্জাতিক নিউজ ডেস্ক: নির্বাচনী সমাবেশে গুলিতে হামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডান কানের উপরের অংশ ফুটো হয়ে গেছে। এ হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে একথা জানিয়েছেন তিনি। খবর বিবিসির।খবরে বলা হয়, হামলার পর দেয়া প্রথম প্রতিক্রিয়ায় আমেরিকার গোয়েন্দা সংস্থা সিক্রেট সার্ভিস ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ট্রাম্প।ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি সমাবেশে নিহত ব্যক্তির পরিবারের প্রতি এবং গুরুতর আহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে চাই। আমাদের দেশে এমন ঘটনা ঘটতে পারে তা অবিশ্বাস্য।গুলিতে ডান কানের উপরের অংশে ফুটো হয়ে গেছে বলে ওই পোস্টে জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন,হঠাৎ আমি শব্দ শুনি, সঙ্গে সঙ্গে বুঝতে পারি অঘটন ঘটেছে। আর তখনই অনুভব করি গুলি আমার চামড়া ফুটো করে দিয়েছে। অনেক রক্ত পড়তে থাকে, আমি তখন বুঝতে পারি কী ঘটেছে।ট্রাম্প বলেন, ‘বন্দুকধারী এখন মারা গেছে। তার সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ঈশ্বর আমেরিকার সহায় হোক।এদিকে, হামলার ঘটনার পর এক বিবৃতি দিয়েছেন ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি তার বাবা ও হামলায় হতাহতদের জন্য প্রার্থনা করায় সবাইকে ধন্যবাদ জানান।
পোস্টে দ্রুত পদক্ষেপ নেয়ায় ইভাঙ্কা সিক্রেট সার্ভিস ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘আমি আমার দেশের জন্য প্রার্থনা করে যাব। বাবা তোমাকে ভালোবাসি, আজ এবং সব সময়।বিবিসি জানায়, স্থানীয় সময় শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে পেনসিলভানিয়ার বাটলারে ট্রাম্পের নির্বাচনীসমাবেশে এ হামলার ঘটনা ঘটে।ঘটনার পর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা (সিক্রেট সার্ভিস) এক বিবৃতিতে জানায়, হামলার ঘটনায় বড় ক্ষতি হয়নি, নিরাপদ আছেন ট্রাম্প।ট্রাম্পের ওপর এ হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক বিবৃতিতে তিনি বলেন, পেনসিলভানিয়ায় সহিংসতার ঘটনায় সবার নিন্দা জানানো উচিত।
তাজাখবর২৪.কম: ঢাকা রবিবার, ১৪ জুলাই ২০২৪, ৩০ আষাঢ় ১৪৩১,৭ মহররম ১৪৪৬