কামাল শিশির,তাজাখবর২৪.কম ,রামু: ৯ জুলাই (মঙ্গলবার) রাত আনুমানিক ৯টার দিকে এই ঘটনাটি ঘটে সড়কের ভোমরিয়াঘোনা এলাকার সাততাঁরা নামক স্থানে।ডাকাতির শিকার ঈদগড় বাজারের এক ব্যবসায়ী নাম প্রকাশে অনিচ্ছুক তিনি তাৎক্ষণিক জানান, তিনিসহ আরো কয়েকজন সিএনজিযোগে ঈদগাঁও যাচ্ছিল। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছলে ৭/৮ জনের সশস্ত্র ডাকাত দলের সদস্যরা মুখোশ পড়ে সড়কে ব্যারিকেড দিয়ে তাদের থামিয়ে নগদ টাকা, মোবাইলসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।জানা যায়, ৪টি সিএনজি, একটি মোটরসাইকেল ও একটি বয়লার মুরগির গাড়ি সশস্ত্র ডাকাত দলের কবলে পড়ে। এতে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল সেটসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুট করে নিয়ে পাহাড়ের দিকে চলে যায় ডাকাত দলের সদস্যরা।ডাকাতির শিকার অপর এক ব্যক্তি জানান, ঘটনাস্থলের ২শ' গজ পূর্বে পুলিশের একটি টহল টিম ছিল। এরমধ্যেই ডাকাতির ঘটনা ঘটেছে।এদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের ডাকাতি ও অপহরণের চেষ্টার ঘটনায় সড়কে চলাচলরত যাত্রী এবং গাড়ি চালকদের মধ্যে নতুন করে উদ্বেগ- উৎকন্ঠা বিরাজ করছে।
তাজাখবর২৪.কম: ঢাকা বুধবার, ১০ জুলাই ২০২৪, ২৬ আষাঢ় ১৪৩১,৩মহররম ১৪৪৬