শুক্রবার ২১ মার্চ ২০২৫

রামুর ঈদগড়-ঈদগাওঁ সড়কে যাত্রীবাহী সিএনজি গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: বুধবার, ১০ জুলাই, ২০২৪, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
রামুর  ঈদগড়-ঈদগাওঁ সড়কে যাত্রীবাহী সিএনজি গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

রামুর ঈদগড়-ঈদগাওঁ সড়কে যাত্রীবাহী সিএনজি গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

কামাল শিশির,তাজাখবর২৪.কম ,রামু: ৯ জুলাই (মঙ্গলবার) রাত আনুমানিক ৯টার দিকে এই ঘটনাটি ঘটে সড়কের ভোমরিয়াঘোনা এলাকার সাততাঁরা নামক স্থানে।ডাকাতির শিকার ঈদগড় বাজারের এক ব্যবসায়ী নাম প্রকাশে অনিচ্ছুক তিনি তাৎক্ষণিক জানান, তিনিসহ আরো কয়েকজন সিএনজিযোগে ঈদগাঁও যাচ্ছিল। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছলে ৭/৮ জনের সশস্ত্র ডাকাত দলের সদস্যরা মুখোশ পড়ে সড়কে ব্যারিকেড দিয়ে তাদের থামিয়ে নগদ টাকা, মোবাইলসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।জানা যায়, ৪টি সিএনজি, একটি মোটরসাইকেল ও একটি বয়লার মুরগির গাড়ি সশস্ত্র ডাকাত দলের কবলে পড়ে। এতে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল সেটসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুট করে নিয়ে পাহাড়ের দিকে চলে যায় ডাকাত দলের সদস্যরা।ডাকাতির শিকার অপর এক ব্যক্তি জানান, ঘটনাস্থলের ২শ' গজ পূর্বে পুলিশের একটি টহল টিম ছিল। এরমধ্যেই ডাকাতির ঘটনা ঘটেছে।এদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের ডাকাতি ও অপহরণের চেষ্টার ঘটনায় সড়কে চলাচলরত যাত্রী এবং গাড়ি চালকদের মধ্যে নতুন করে উদ্বেগ- উৎকন্ঠা বিরাজ করছে। 

তাজাখবর২৪.কম: ঢাকা বুধবার, ১০ জুলাই ২০২৪, ২৬ আষাঢ় ১৪৩১,৩মহররম ১৪৪৬ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝