প্রকাশ: বুধবার, ১০ জুলাই, ২০২৪, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
তাজাখবর২৪.কম,আন্তর্জাতিক নিউজ ডেস্ক: শুরু হয়েছে সামরিক প্রতিরক্ষা জোট ন্যাটোর ৭৫তম শীর্ষ সম্মেলন। এতে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনকে রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ইউক্রেনই পারবে পুতিনকে থামাতে; আর তাই হবে।বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় মঙ্গলবার (৯ জুলাই) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগ্যান ইনস্টিটিউটে শুরু হয়েছে ন্যাটোর ৭৫তম শীর্ষ সম্মেলন। এতে উদ্বোধনী বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।এতে তিনি বলেন, ‘পুতিন ইউক্রেনের সম্পূর্ণ ভূখণ্ড দখল করতে চান। ইউক্রেনকে মানচিত্র থেকে পুরোপুরি মুছে ফেলতে চান তিনি। কিন্তু এটি কিছুতেই হতে দেয়া যাবে না। পুতিনকে ইউক্রেনই পারে থামাতে, আর তাই হবে।এ সময় কোনো ভুল পদক্ষেপ না নেয়ার পরামর্শ দেন তিনি। এবারের সম্মেলনে নেতাদের মূল লক্ষ্য রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সমর্থন দেয়া অব্যাহত রাখার জন্য কৌশল খুঁজে বের করা।জার্মানি, নেদারল্যান্ডস, রোমানিয়া ও ইতালির সঙ্গে মিলে যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য আগামী কয়েক মাসের মধ্যে আরও কয়েক ডজন কৌশলগত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে বলে ঘোষণা দিয়েছেন বাইডেন।তিনি বলেন, ‘ন্যাটোকে আগের চেয়ে শক্তিশালী করা হবে। কারণ ন্যাটো আমাদের আগের চেয়ে বেশি নিরাপদ রেখেছে। ন্যাটো না থাকলে কী হতে পারে, তা মার্কিনিরা ভালো করেই জানে।’
গত ২৭ জুন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম নির্বাচনী বিতর্ক হয় বাইডেনের। তাতে আশানুরূপ ফল করতে পারেননি তিনি। এরপর বাইডেনকে আগামী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আওয়াজ ওঠে আমেরিকাজুড়ে।এমন পরিস্থিতিতে ন্যাটো সম্মেলনে ইউরোপীয় নেতাদের সামনে নিজেকে প্রমাণ করার প্রয়োজন ছিল বাইডেনের। মঙ্গলবার তিনি তা মাথায় রেখেই তার বক্তব্য দিয়েছেন। এ সময় তিনি বড় ধরনের কোনো ভুল করেননি বলে উল্লেখ করেছে রয়টার্স।
তাজাখবর২৪.কম: ঢাকা বুধবার, ১০ জুলাই ২০২৪, ২৬ আষাঢ় ১৪৩১,৩মহররম ১৪৪৬