মোহাম্মদ খোরশেদ হেলালী,তাজাখবর২৪.কম,কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে বেলাল হোসেন (১৩) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সাহারবিল ইউনিয়নের রামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বেলাল রামু উপজেলার খুনিয়া পালং হিমছড়ি গ্রামের বশির উল্লাহর ছেলে এবং রামপুর মিজাবাহুল ইসলামিয়া মাদরাসার ৫ম শ্রেণির ছাত্র।মাদরাসার শিক্ষার্থীরা জানায়, রামপুর ইসলামিয়া মিজবাহুল মাদরাসার হোস্টেলের শিক্ষার্থীরা প্রতি দিনের মতো মাদরাসার পুকুরে গোসল করতে নামেন। শিক্ষার্থীরা গোসল করতে নামলে বেলাল হোসেন পুকুরে ডুবে নিখোঁজ হয়ে যায়। পরে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তাজাখবর২৪.কম: ঢাকা মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪, ২৫ আষাঢ় ১৪৩১,২ মহররম ১৪৪৬