তাজাখবর২৪.কম,সিলেট: সিলেটের কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ বালু উত্তোলন নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউপির ৮ ওয়ার্ডের বড়দেশ দক্ষিণ ও বড়দেশ বাজার এলাকায় একাধিক হাইড্রলিক ড্রেজার দিয়ে বালু ঊত্তোলনের ফলে নদী ভাঙ্গনে অত্র এলাকা ও বাজার সহ বিস্তর এলাকা অনেক অসহায় মানুষের বাড়ি ঘর নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এলাকাবাসীর প্রতিবাদের মুখে রোববার (৭ জুলাই) উপজেলা প্রশাসন পুলিশ নিয়ে বালু উত্তোলন বন্ধ করে দেন।এ ঘটনার জের ধরে অবৈধ বালু উত্তোলনকারীদের কিছু লাঠিয়াল বাহিনীর হামলায় উপজেলার নিজ বড়দেশ গ্রামের শরীফ আহমদ (২৭) নামে এক যুবক কে বড়দেশ বাজারে একা পেয়ে বেলা ২ টায় দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে গুরুতর আহত করা হয় । হামলায় আহত শরীফ আহমদ কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে চিকিৎসা দিন রয়েছেন বলে জানা গেছে। ওই ঘটনার জন্য শরীফ আহমদ বাদী হয়ে রোববার (৭ জুলাই) সন্ধ্যায় কানাইঘাট থানায় ৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম সরদার অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন প্রাথমিক তথ্যের সত্যতা পাওয়া গেলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।
তাজাখবর২৪.কম: ঢাকা মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪, ২৫ আষাঢ় ১৪৩১,২ মহররম ১৪৪৬