প্রকাশ: বুধবার, ৩ জুলাই, ২০২৪, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
ভারতের দেশে ফেরার কথা জানিয়ে দিল বোর্ড। ছবি: সংগৃহীত
তাজাখবর২৪.কম,খেলা ডেস্ক নিউজ : রোমাঞ্চকর এক ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয় দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। ঘূর্ণিঝড় বেরিলের কারণে গত ২৯ জুন ফাইনাল শেষে ট্রফি নিয়ে সেখানেই আটকে আছে ভারতীয় ক্রিকেট দল। তবে বুধবার (৩ জুলাই) দেশের উদ্দেশ্যে রওনা দেবে ভারত। সকালে ভারতীয় ক্রিকেট বোর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে, যেখানে লিখা আছে ‘ট্রফি ঘরে আসছে।বার্বাডোজ থেকে আজ ভোরে দেশের উদ্দেশ্যে রওনা দেয়ার কথা ছিল রোহিত-কোহলিদের। তবে বৈরি আবহাওয়ার কারণে কয়েক ঘন্টা দেরিতে রওনা দিয়েছে দল। তাই দিল্লিতে নামার সময়ও একটু পিছিয়ে যাবে।
ঘূর্ণিঝড় বেরিলের কারণে আবহাওয়ার অবস্থা ভালো না সেখানকার। যার ফলে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছিল। মঙ্গলবার (২ জুলাই) খবর পাওয়া গিয়েছিল যে, বুধবার দেশের উদ্দেশ্যে রওনা দিতে পারে রোহিতরা। মঙ্গলবার এক সাংবাদিকও জানিয়েছিল সেই খবর। রোহিতদের জন্য বিশেষ বিমানেরও ব্যবস্থা করে বিসিসিআই। স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যা ৬টায় তাদের রওনা দেয়ার কথা ছিল। বাংলাদেশ সময় অনুযায়ী যা ভোর ৪টা।
এর আগে সোমবার জানা গিয়েছিল, ক্রমেই শক্তিশালি হয়ে উঠছে ঘূর্ণিঝড় বেরিল। যার জন্য বন্ধ রাখা হয়েছিল বিমান চলাচল। মঙ্গলবার রাতে কিংবা বুধবার সকালের দিকে হয়তো বিমান চলাচল শুরু হতে পারে বলে খবর পাওয়া গিয়েছিল।প্রাকৃতিক দুর্যোগের কারণে রোহিত-কোহলিরা সেই দেশে বলতে গেলে এক প্রকার বন্দি আছে। বাইরে যাওয়ারও কোনো উপায় নেই। ভারতীয় বোর্ডের সূত্র জানিয়েছিল, ঘূর্ণিঝড়ের দাপটে হোটেলেও সব জরুরি পরিষেবা পাওয়া যাচ্ছে না। ঘূর্ণিঝড়ের দাপটে কবে নাগাদ বার্বাডোজ থেকে বেরোনো যাবে তাও বোঝা যাচ্ছিল না। তবে ক্রিকেটার এবং তাদের পরিবারকে কীভাবে নিরাপদে দেশে ফেরানো যায় সে দিকেই নজর রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের।
তাজাখবর২৪.কম: ঢাকা বুধবার, ৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ জিলহজ্ব ১৪৪৫