সোমবার ২১ এপ্রিল ২০২৫

বিমানের লাগেজ কেবিন থেকে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: বুধবার, ৩ জুলাই, ২০২৪, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
৪ কেজি ৪২০ গ্রাম এসব স্বর্ণের দাম ৪ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

৪ কেজি ৪২০ গ্রাম এসব স্বর্ণের দাম ৪ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

তাজাখবর২৪.কম,ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জা‌তিক বিমানবন্দর থেকে ৪ কেজি ৪২০ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এর আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা।বুধবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টার সময় ওমানের মাস্কাট থেকে আসা সালাম এয়ারলাইন্স এর ফ্লাইট নং ওভি-৪৯৭ থেকে এসব স্বর্ণের বার উদ্ধার করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)।সংস্থাটি থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিআইআইডি (এ- শিফট) এর সদস্যরা হযরত শাহজালাল আন্তর্জা‌তিক বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থান গ্রহণ করে। এরপর মাস্কাট থেকে আসা সালাম এয়ারলাইন্স এর ফ্লাইট নং ওভি-৪৯৭ রামেজিং করা হয়। এসময় বিমানের ২ নং সিট (ডি-ই-এফ) এর উপরে লাগেজ রাখার কেবিনে কালো স্কসটেপ মোড়ানো দুটি ভারি বস্তু পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
 
পরবর্তীতে বিমানে দায়িত্বরত সকলের সামনে ভিডিও ধারণসহ কালো স্কসটেপে মোড়ানো বস্তু দুটি কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে নিয়ে এসে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে কেটে ৩৮ পিস স্বর্ণের বার পাওয়া যায়, যার ওজন ৪ কেজি ৪২০ গ্রাম।উদ্ধারকৃত স্বর্ণের বারের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)।

তাজাখবর২৪.কম: ঢাকা বুধবার, ৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ জিলহজ্ব  ১৪৪৫

 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝