প্রকাশ: সোমবার, ১ জুলাই, ২০২৪, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
শিবালয়ে পশ্চিম জুনিকালসা এলজিএসপির কাজে অনিয়ম
দেওয়ান মিজানুর রহমান,তাজাখবর২৪.কম,মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার ৬ নং মহাদেবপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে পশ্চিম জুনিকালসা ইট সোলিং এলজিএসপির রাস্তার কাজে ঝুড়িভর্তি অনিয়মের অভিযোগ উঠেছে। জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশলী এলজিইডির ২০২৩—২৪ অর্থ বছরে ৬ লাখ ৬৫ হাজার টাকার কাজ। সরেজমিনে দেখা যায়, নবনির্মিত ইট সোলিং রাস্তাটি উঁচু নিচু। আরো দেখা যায়, বিধি মোতাবেক প্রকল্পের কোন সাইনবোর্ড ব্যবহার করেননি ঠিকাদার প্রতিষ্ঠান। স্থানীয়রা জানান, রাস্তাটি উঁচু নিচু হওয়ায় আমরা সাইড বাই সাইট মাটি দিতে চেয়েছি। কিন্তু, প্রকল্প সভাপতি ৫ নং ওয়ার্ডের সাধারন সদস্য রাজা মিয়া মাটি নিতে নারাজ। কারণ মাটি ব্যবহার করলেই অর্থ বেশি খরচ হবে। তড়িঘড়ি করে রাস্তার কাজ শেষ দেয়। স্থানীয়রা আরো জানান- আমরা রাস্তায় মাটি দেওয়ার জোর দাবি করলে, তিনি আমাদের সাথে খারাপ আচরণ করেন। প্রকল্প সভাপতি ৫ নং ওয়ার্ডের সাধারন সদস্য মোঃ রাজা মিয়াকে মুঠোফোনে পাওয়া যায়নি।
মহাদেবপুর ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান জানান, রাস্তার কাজে কিছু অনিয়মের কথা শুনে দেখতে যাই। কিছু অনিয়ম দেখে, প্রকল্প সভাপতি রাজা মিয়াকে বলি। তিনি জানান, আমি ঠিক করে দেবো। ঠিকাদার ওবায়দুর রহমান মুঠোফোনে জানান, মাটির কাজ আমার না। আমার শুধু ইট সোলিং। শিবালয় উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলী মুঠোফোনে বলেন, আমাদের শুধু ইট সোর্লিং এর কাজ। মাটির কাজটা মহাদেবপুর ইউনিয়ন পরিষদের। মহাদেবপুর ইউনিয়নের কাজ উলাইল ইউনিয়নে কিভাবে সম্ভব। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই ইউনিয়নের সমন্বয়ে কাজটি শেষ হয়েছে।
তাজাখবর২৪.কম: ঢাকা সোমবার, ১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ জিলহজ্ব ১৪৪৫