শনিবার ২৫ জানুয়ারি ২০২৫

হরিরামপুরে মাদক ব্যবসায়ী জসিম বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে অভিভাবক সদস্য প্রার্থী!
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: শুক্রবার, ২৮ জুন, ২০২৪, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
হরিরামপুরে মাদক ব্যবসায়ী জসিম বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে অভিভাবক সদস্য প্রার্থী!

হরিরামপুরে মাদক ব্যবসায়ী জসিম বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে অভিভাবক সদস্য প্রার্থী!

দেওয়ান মিজানুর রহমান,তাজাখবর২৪.কম,মানিকগঞ্জ: মানিকগঞ্জের হরিরামপুরে একজন মাদক ব্যবসায়ী জসিম উদ্দিন (লালন) উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচনে অভিভাবক সদস্য প্রার্থী হয়েছেন বলে সমালোচনার ঝড় উঠেছে। শিক্ষা প্রতিষ্ঠানের  ভবিষ্যৎ নিয়ে অভিভাবক মহল শংকিত।২ জুলাই মঙ্গলবার মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় ফিরোজা আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি নির্বাচন অনুষ্ঠিতব্য।সাধারণ অভিভাবক সদস্য পদে ৭ জন পদ-প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন। এবং ২ জন সংরক্ষিত মহিলা সাধারণ অভিভাবক সদস্য পদ-প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন এতথ্য জানান, প্রিজাইডিং অফিসার ম্যানেজিং কমিটি নির্বাচনহরিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নিগার সুলতানা চৌধুরী।নাম প্রকাশ না করার শর্তে একব্যক্তি জানান, ব্যালটের ৫ নং ক্রমিকে মোঃ জসিম উদ্দিন ওরফে লালন মোস্ট ওয়ান্টেড মাদক ব্যবসায়ী। মাদকরাজ্যে পরিচিত মুখ জসিম উদ্দিন মাদকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন।সাধারণ অভিভাবক সদস্য পদ-প্রার্থী জসিম উদ্দিনের বিষয়ে জানতে চাইলে ফিরোজা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনির হোসেন বলেন, জসিম উদ্দিন মাদক মামলায় মুক্তি পেয়েছেন। 

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার ম্যানেজিং কমিটি নির্বাচন- ২০২৪ খ্রিষ্টাব্দ নিগার সুলতানা চৌধুরী বলেন জসিম উদ্দিনের নামে কোন মাদক মামলা আছে কিনা আমার জানা নেই। তার বিরুদ্ধে অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। বাল্লা ইউপি চেয়ারম্যান মোঃ বাচ্চু মিয়ার মুঠো ফোনে জসিম উদ্দিনের বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন উনিতো মাদক মামলায় আসামি ছিলেন। এখন মামলা থেকে মুক্তি পেয়েছেন কিনা আমার জানা নেই। 

উল্লেখ্য, ২০২১ খ্রিষ্টাব্দে ১৭ জুলাই শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের উত্তর খানপুর কিতাব আলীর বাড়ীর সামনে মাদক দ্রব্য বিক্রির ২৯ হাজার টাকা,১কেজি গাঁজা, মাদক দ্রব্য বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি লাল রঙের Discover 125 মোটরসাইকেল ও ১টি কালো রঙের NOKIA বাটন মোবাইল ফোনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে জসিম উদ্দিন গ্রেফতার হয়। ২০১৮ সালের  মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)এর টেবিল ১৯(ক) ধারায় অপরাধ করায় ধৃত আসামির বিরুদ্ধে শিবালয় থানায় মামলা হয়। দীর্ঘ দিন কারাগারে বন্দী ছিলেন তিনি।তার মামলা এখন কি অবস্থায় আছে তা এখনো জানা যায়নি। পরবর্তী সংবাদ জানতে চোখ রাখুন।
 
তাজাখবর২৪.কম: ঢাকা শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ জিলহজ্ব  ১৪৪৫

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝