তাজাখবর২৪.কম,ঢাকা: মিয়ানমারের উত্তরাঞ্চলের চীনা সীমান্তবর্তী শান রাজ্যের একটি শহর দখলে নিয়েছে তায়াং ন্যাশনাল আর্মি (টিএনএলএ)। বুধবার (২৬ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী।প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার (২৬ জুন) সকালে দেশটির উত্তরাঞ্চলীয় শান রাজ্যে জান্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায় রাজ্যটির বিদ্রোহী সশস্ত্র বাহিনী তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ)। জান্তা বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষের পর রাজ্যটির একটি শহর দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি।টিএনএলএ বুধবার জানিয়েছে, তারা শহরের বাইরে জান্তার লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ১১৫ তে হামলা চালিয়েছে। এছাড়াও তারা কিয়াউকমের বাইরে আর্টিলারি ব্যাটালিয়ন ৩৫২ এবং সাখান থা পাহাড়েও হামলা চালিয়েছে।টিএনএলএ আরও জানিয়েছে, বুধবার কিউকমেতে ১৭ জন জান্তা সেনা আত্মসমর্পণ করেছে।
স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা যায়, বুধবার স্থানীয় সময় সকালের দিকে টিএনএলএর যোদ্ধারা কিয়াউকমি শহরে জান্তা নিয়ন্ত্রিত একটি পুলিশ স্টেশনে হামলা চালায়। মিয়ানমারের সঙ্গে চীনের গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটে শহরটির অবস্থান। এমন অবস্থায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে শহরের কেন্দ্রস্থলে। বেসামরিক নাগরিকরা তাদের বাড়িঘর থেকে বের হওয়ার সাহস পাচ্ছেন না।এছাড়াও টিএনএলএ জানায়, নাউংচো ও সিপাও শহরের পাশাপাশি প্রতিবেশী মান্দালয় অঞ্চলের মোগোকের রুবি খনি এলাকায় জান্তা সেনাদের সঙ্গে টিএনএলএ যোদ্ধাদের সংঘর্ষ হয়েছে।স্থানীয় বাসিন্দাদের উদ্ধৃতি দিয়ে টিএনএলএ জানিয়েছে, জান্তার বোমায় কিউকমের চার সদস্য নিহত হয়েছে।
তাজাখবর২৪.কম: ঢাকা বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪, ১৩ আষাঢ় ১৪৩১, ২০ জিলহজ্ব ১৪৪৫