শুক্রবার ২১ মার্চ ২০২৫

সরাসরি মাঠে গিয়ে মেসিদের খেলা দেখলেন ব্রাজিল সাপোর্টার মীর সাব্বির
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: বুধবার, ২৬ জুন, ২০২৪, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
বরাবরই ব্রাজিলের সাপোর্টার মীর সাব্বির তবুও মাঠে গিয়ে আর্জেন্টিনার খেলা দেখলেন। ছবি: সংগৃহীত

বরাবরই ব্রাজিলের সাপোর্টার মীর সাব্বির তবুও মাঠে গিয়ে আর্জেন্টিনার খেলা দেখলেন। ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,ঢাকা: কোপা আমেরিকায় আর্জেন্টিনার ম্যাচ মেটলাইফ স্টেডিয়ামে বসে আর্জেন্টিনার খেলা উপভোগ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির। তিনি অবশ্য বরাবরই ব্রাজিলের সাপোর্টার।সংবাদ মাধ্যমকে মীর সাব্বির বলেন, ‘এতো মানুষ জীবনে কোনো দিন সরাসরি দেখিনি। ৮০ হাজারের বেশি দর্শক খেলা দেখছেন। গ্যালারিতে দেখলাম, প্রচুর বাংলাদেশিরাও আসছেন। খেলার মাঠে আমার ছেলেরা বাংলাদেশের পতাকা উড়িয়েছে।কোপা আমেরিকার এই ম্যাচে চিলিকে ১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এই ম্যাচের মাধ্যমেই আন্তর্জাতিক কোনো ফুটবল খেলা প্রথমবার মাঠে বসে দেখেছেন সাব্বির। দল হিসেবে ব্রাজিলের সমর্থক হলেও এই অভিনেতার দুই ছেলে আর্জেন্টিনার সাপোর্টার। মূলত ছেলেদের জন্যই খেলা দেখতে যাওয়া।  

মেসির ব্যাপারে তিনি বলেন, মেসিকে প্রথম সামনাসামনি খেলতে দেখলাম। একজন ম্যাজিশিয়ানকে দেখলাম। আমি ব্রাজিলের সাপোর্টার হলেও কিন্তু মেসির ভক্ত। মেসির খেলা মানে হচ্ছে আমার কাছে একটা শৈল্পিক ব্যাপার।সাব্বির আরও জানান, দুই সন্তানকে নিয়ে যে গ্যালারিতে বসে খেলা উপভোগ করেছেন তার প্রতিটার টিকিটের দাম ৫০০ ইউএস ডলার। তিনজনের টিকিটের মূল্য বাংলাদেশি মুদ্রায় দেড় লাখেরও বেশি।শুধু মীর সাব্বির নয় এদিন মাঠে গিয়ে খেলা উপভোগ করেছেন ছোট পর্দার দুই জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাসনিয়া ফারিণ। সেই ছবি দুজনেই ফেসবুকে প্রকাশ করেছেন তারা।

তাজাখবর২৪.কম: ঢাকা বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ জিলহজ্ব  ১৪৪৫

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝