প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
বৃষ্টির কারণে বন্ধ হয়ে গেছে খেলা। ছবি: সংগৃহীত
তাজাখবর২৪.কম,ঢাকা: সেমিফাইনালে খেলতে হলে শুধু জিতলেই হবে না, মেলাতে হবে রানরেটের সমীকরণ। এমন ম্যাচে আফগানদের দেয়া লক্ষ্য তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। কিন্তু এরপরেই বৃষ্টি নামায় বন্ধ হয়ে গেছে খেলা।মঙ্গলবার (২৫ জুন) আফগানিস্তানের দেয়া ১১৬ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। কিন্তু এরপরই বৃষ্টি নামায় খেলা আপাতত বন্ধ আছে।বাংলাদেশকে সেমিফাইনালের সমীকরণের টিকে থাকতে হলে কমপক্ষে পাঁচ ওভার খেলা হতে হবে। এর চেয়ে কম ওভার খেলা হলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা কড়া হবে। ফলে সেমিফাইনালে জায়গা করে নেবে আফগানিস্তান।তবে পাঁচ ওভার খেলা হয়ে ফের বৃষ্টি নামলে বাংলাদেশের জন্য লক্ষ্য দাঁড়াবে ৫ ওভারে ৩৪ রান। ডিএলএস স্কোর অনুযায়ী ৩.৩ ওভারে ৩ উইকেটে ২৯ রান দরকার বাংলাদেশের। সে হিসেবে ২ রান এগিয়ে আছে বাংলাদেশ। আর কোনো উইকেট না হারালে ৫ ওভারের খেলা হলে আর মাত্র ৩ রান করলেই জিতে যাবে বাংলাদেশ।
শেষ খবর পাওয়া পর্যন্ত বৃষ্টি থেমেছে। এখন আউটফিল্ড প্রস্তুত করা হচ্ছে। বাংলাদেশ সময় ৯টা ৪৩ মিনিটে ফের খেলা শুরু হবে।আফগানিস্তানের ১১৬ রানের লক্ষ্য নির্ধারিত ২০ ওভারে জিতলে বাংলাদেশ দল জয় পাবে ঠিক-ই, তবে সেমির টিকিট পাবে না। কিন্তু এই রানটা যদি বাংলাদেশ ১২.১ ওভারে নিতে পারে, তাহলে আফগানিস্তান ও অস্ট্রেলিয়াকে বিদায় করে ভারতের সঙ্গে সেমিফাইনালে পা দেবে বাংলাদেশ।
তাজাখবর২৪.কম: ঢাকা মঙ্গলবার, ২৫ জুন ২০২৪, ১১ আষাঢ় ১৪৩১, ১৮ জিলহজ্ব ১৪৪৫