প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
উত্তরীয় পরা অবস্থায় পটুয়াখালীর পাঁচ বীরাঙ্গনা।
তাজাখবর২৪.কম,ঢাকা: পটুয়াখালীতে ৫ বীরাঙ্গনাকে সংবধর্না দিয়েছে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় তাদের এ সম্মাননা দেয়া হয়।সোমবার (২৪ জুন) সকালে পটুয়াখালী স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘চেষ্টা।’ এতে সভাপতিত্ব করেন চেষ্টার সভাপতি লায়লা নাজনীন হারুন। প্রধান অতিথি ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. লতিফ হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার বাদল ব্যানার্জী।
এ সময় বীরাঙ্গনা আলেয়া বেগম, জামিলা বেগম, রিজিয়া বেগম, হাজেরা বেগম ও ছৈতুন বেগমকে সম্মানার্থে উত্তরীয় পরান অতিথিরা। উপহার হিসেবে তাদের দেয়া হয় শাড়ি ও গাভী।এ সময় মুক্তিযুদ্ধের বীর সেনানীদের পাশে দাঁড়ানোর এ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন অতিথিরা।এক যুগ ধরে মানুষ ও মানবতার পক্ষে কাজ করছে ‘চেষ্টা’। দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্বাধীনতায় যুদ্ধে অবদান রাখা নারীদের খুঁজে সংবর্ধনাসহ তাদের জীবনমান উন্নয়নে কাজ করছে সংস্থাটি।পটুয়াখালী জেলায় ১৫ জন বীরাঙ্গনা থাকলেও এখন বেঁচে আছেন পাঁচজন। তাদেরকেই দেয়া হয় সংবর্ধনা।
তাজাখবর২৪.কম: ঢাকা মঙ্গলবার, ২৫ জুন ২০২৪, ১১ আষাঢ় ১৪৩১, ১৮ জিলহজ্ব ১৪৪৫