প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন সাকিব। ফাইল ছবি
তাজাখবর২৪.কম,ঢাকা: ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে ফিরিয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশের পোস্টারবয় সাকিব আল হাসান। প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন তিনি।টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস তৈরির জন্য মাত্র একটি উইকেট দরকার ছিল সাকিবের। শনিবার (২২ জুন) অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ভারতের বিপক্ষে নিজের দ্বিতীয় ওভারেই শিকার করেন রোহিতকে। ভারত অধিনায়ক ২৩ রান করে জাকের আলীর তালুবন্দি হন।
২০০৭ সালে টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী আসর খেলা কয়েকজন ক্রিকেটারের মধ্যে সাকিব একজন যিনি এখনও খেলে যাচ্ছেন। ৪২ ম্যাচে ৫০ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার।টি-২০ বিশ্বকাপের শীর্ষ উইকেট শিকারিদের তালিকায় অনেকটাই এগিয়ে আছেন সাকিব। ধারণা করা হচ্ছে, পরবর্তী টুর্নামেন্ট পর্যন্ত তিনি শীর্ষেই থাকবেন। কারণ, এবারের আসরে সুপার এইট পর্বে খেলা দলগুলির মধ্যে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা ১৯ ম্যাচে ৩৪ উইকেট নিয়ে তালিকার তালিকায় ১০ নম্বরে আছেন। সাকিব ছাড়া তার ওপরের আটজনই অবসরে চলে গেছেন।
আরেক মাইলফলকের সামনে সাকিব
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০ উইকেট পূর্ণ করা থেকে আর মাত্র এক উইকেট দূরে সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের টিম সাউদির পর তিনিই হতে পারেন এই অর্জন করা দ্বিতীয় বোলার। ১২৬ ম্যাচে সাউদির উইকেট ১৬৪। ১২৮ ম্যাচে (আজকের ম্যাচসহ) সাকিবের উইকেট ১৪৯। তার পরেই আছেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান; যিনি মাত্র ৯০ ম্যাচেই ১৪৭ উইকেট নিয়েছেন।টি-টোয়েন্টিতে সর্বকালের শীর্ষস্থানীয় রান সংগ্রাহকের তালিকায়ও উঠে যাওয়ার সুযোগ আছে সাকিবের। শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক তিলকারত্নে দিলশানকে ছাড়িয়ে যেতে তার আর ৫৬ রান দরকার। অবসরের আগে ৩৫ টি-২০তে ৮৯৭ রান করেন দিলশান। ৪১ ম্যাচে চারটি হাফ সেঞ্চুরিসহ ২৪.০৫ গড়ে ৮৪২ রান করেছেন সাকিব।
তাজাখবর২৪.কম: ঢাকা শনিবার, ২২ জুন ২০২৪, ৮ আষাঢ় ১৪৩১, ১৫ জিলহজ্ব ১৪৪৫