প্রকাশ: রোববার, ১৬ জুন, ২০২৪, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
লিসবনের বাংলাদেশি অধ্যুষিত এলাকার মার্তৃম মুনিজ পার্কে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ছবি: ভিডিও থেকে নেয়া
তাজাখবর২৪.কম,ঢাকা: পর্তুগালের রাজধানী লিসবনে ইউরোপের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ জুন) বাংলাদেশিদের আয়োজনে অনুষ্ঠিত ঈদ জামাতে অংশ নেন কয়েক হাজার মুসল্লি। দেশীয় আমেজে একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পেরে খুশি প্রবাসীরা।বাংলাদেশিদের উদ্যোগে ঈদের প্রধান জামাতকে কেন্দ্র করে কানায় কানায় পূর্ণ হয়েছে পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশি অধ্যুষিত এলাকার মার্তৃম মুনিজ পার্ক। একসঙ্গে নামাজ আদায়ের লক্ষ্যে আশেপাশের বিভিন্ন জায়গা থেকেও আসেন মুসল্লিরা। বাংলাদেশিরা ছাড়াও অংশ নেন পর্তুগালে বসবাসরত অন্যান্য মুসলিম অভিবাসীরাও।ইউরোপের অন্যতম বড় এই ঈদ জামাতে একসঙ্গে নামাজ আদায় করেন কয়েক হাজার মুসল্লি। নির্বিঘ্নে নামাজ আদায়ের সুযোগ করে দিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে স্থানীয় প্রশাসন।
নামাজ শেষে মুসলিম উম্মাহসহ বিশ্বের শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। দেশীয় আমেজে ঈদ উদযাপন করতে পেরে উচ্ছ্বসিত মুসল্লিরা।নামাজ শেষে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন প্রবাসীরা। এছাড়া লিসবনের সেন্ট্রাল মসজিদ, বন্দর নগরী হিসেবে পরিচিত পোর্তো, সেতুবাল, কাসকাইস, ভিলা নোভা দ্যা মিলফনতেস, তাভিরাসহ বিভিন্ন জায়গায় ঈদের নামাজ আদায় করেছেন পর্তুগাল প্রবাসী বাংলাদেশি মুসলিম ধর্মাবলম্বীরা।
তাজাখবর২৪.কম: ঢাকা রবিবার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১, ০৯ জিলহজ্ব ১৪৪৫