শনিবার ২৫ জানুয়ারি ২০২৫

ঢাবি’র রোকেয়া হলে চীনা শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জ্ঞাপন
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
ঢাবি’র রোকেয়া হলে চীনা শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জ্ঞাপন

ঢাবি’র রোকেয়া হলে চীনা শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জ্ঞাপন

তাজাখবর২৪.কম,ঢাকা:
ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটে বাংলা ভাষা ও সংস্কৃতি বিষয়ে পড়তে আসা চীনের গুয়াংডং ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজ-এর ৬জন নারী শিক্ষার্থীকে গতকাল ১২ জুন ২০২৪ বুধবার সন্ধ্যায় রোকেয়া হল মিলনায়তনে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নীলুফার পারভীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন । উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বাংলা ভাষা ও সংস্কৃতি বিষয়ে সফলভাবে অধ্যয়ন শেষ করায় চীনা শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানান। 

তাদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় দু’দেশের শিক্ষার্থীরা ভাষা শিক্ষার মাধ্যমে জ্ঞান, সংস্কৃতি ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাচ্ছেন এবং এর মাধ্যমে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হচ্ছে। তিনি আরও বলেন, এক দেশের সাথে অন্য দেশের শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্য, অর্থনীতি, কূটনীতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্সতরিতে ভাষা শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের এই শিক্ষার্থীরা বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসেবে নিজ দেশের মানুষের সামনে বাংলা ভাষা, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, চীনের গুয়াংডং ইউনিভার্সিটি অফ ফরেন স্টুডেন্ট-এ ‘বাংলা ভাষা’ বিষয়ে অনার্সে অধ্যয়নরত বেশ কয়েকজন শিক্ষার্থী ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় আধুনিক ভাষা ইনস্টিটিউটে ১ সেমিস্টার পড়তে এসেছিলেন। এদের মধ্যে এই ৬ জন নারী শিক্ষার্থী গত ৩ মাস ধরে রোকেয়া হলে অবস্থান করেন।

তাজাখবর২৪.কম: ঢাকা বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলহজ্ব  ১৪৪৫

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝