রোববার ২৬ জানুয়ারি ২০২৫

ফ্লোরিডায় ভারি বৃষ্টিতে ফ্লাইট বাতিল, বন্যা সতর্কতা জারি
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
ভারি বৃষ্টিতে তলিয়ে গেছে ফ্লোরিডার বিভিন্ন শহরের রাস্তাঘাট ও ঘরবাড়ি।

ভারি বৃষ্টিতে তলিয়ে গেছে ফ্লোরিডার বিভিন্ন শহরের রাস্তাঘাট ও ঘরবাড়ি।

তাজাখবর২৪.কম,ঢাকা:
গত কয়েকদিনের টানা বৃষ্টিতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দেখা দিয়েছে বন্যা ও জলাবদ্ধতা। বন্যার পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। এ পরিস্থিতিতে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া তীব্র ঝড়ের কারণে মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ফ্লাইট।কয়েকদিনের টানা বৃষ্টিতে এ অঙ্গরাজ্যের বিভিন্ন শহরে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। এতে তলিয়ে গেছে বহু ঘরবাড়ি ও রাস্তাঘাট। বিশেষ করে এর মধ্য এবং দক্ষিণাঞ্চলের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ।স্থানীয় সময় বুধবার (১২ জুন) বিকেল থেকে মিয়ামি-ডেড, ব্রওয়ার্ড এবং কোলিয়ার কাউন্টির বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা সতর্কতা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের আবহাওয়া দফতর জানায়, আগামী কয়েকদিন ধরে ফ্লোরিডার উপকূলীয় এলাকায় ভারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে।মেক্সিকোর পূর্ব উপসাগরে নিম্নচাপের কারণে এ ভারি বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।এদিকে, তীব্র বজ্রঝড়ের কারণে মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দর ও ফোর্ট লডারডেল থেকে হলিউড আন্তর্জাতিক বিমানবন্দরগামী ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে। বাতিল করা হয় বেশ কয়েকটি বিমানের ফ্লাইট। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

তাজাখবর২৪.কম: ঢাকা বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলহজ্ব  ১৪৪৫

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝