পূর্বাভাস ছিল আগেই। টস শুরুর মিনিট বিশেক আগে নিউ ইয়র্কে দেখা মিললো বৃষ্টির। নির্ধারিত সময়ের আগে যদিও বৃষ্টি থেমেছে তবে বৈরি আবহাওয়ার কারণে পিছিয়েছে ভারত-পাকিস্তান ম্যাচের টস।নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রোববার (৯ জুন) দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ শুরুর হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। তার ৩০ মিনিট আগে নির্ধারিত ছিল টসের সময়। তবে বৃষ্টির কারণে সেটি আপাতত পিছিয়েছে। ৮টা ১৫ মিনিট মাঠ পর্যবেক্ষণ করে সাড়ে ৮টায় টসের নতুন সময় নির্ধারণ করেছেন আম্পায়াররা। ম্যাচ শুরু হবে ৯টায়।
আয়ারল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছে ভারত। তবে অঘটনের শিকার হয়েছে পাকিস্তান। বিশ্বকাপের নবাগত দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরেছে তারা। তাতে সুপার এইটের পথটা কঠিন হয়ে গেছে বাবর আজমদের। পরের রাউন্ডের দৌড়ে টিকে থাকতে তাই ভারতের বিপক্ষে ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ তাদের জন্য।তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জয় পাওয়াটা সহজ হবে না পাকিস্তানের। আইপিএলে দুর্দান্ত সময় কাটানো সব ক্রিকেটার আছেন ফর্মে। ব্যাট হাতে ঝলক দেখাতে প্রস্তুত অধিনায়ক রোহিত শর্মা। প্রথম ম্যাচের মতো ওপেনিংয়ে তার সঙ্গে দেখা যেতে পারে বিরাট কোহলিকে।
তাছাড়া রিশভ পন্ত, সূর্যকুমার যাদব, শিভম দুবে, জাদেজারা প্রস্তুত পাকিস্তান বোলিংঅ্যাটাককে চ্যালেঞ্জ জানাতে।বাবরদের জন্য দুশ্চিন্তার বিষয়, দলের বাজে ফর্ম। যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে খাদের কিনারে দল। তাছাড়া ইনজুরির কারণে ইমাদ ওয়াসিম খেলবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। তবে দুই দলের জন্য চিন্তার বিষয় নাসাউয়ের উইকেট। যদিও মাঠ সংস্কার করা হয়েছে ভারত পাকিস্তান ম্যাচের জন্য।
তাজাখবর২৪.কম: ঢাকা রবিবার, ৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ জিলহজ্ব ১৪৪৫