বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন ‘দিদি নাম্বার ওয়ান’ খ্যাত কলকাতার জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি ও টালিউড অভিনেতা দীপক অধিকারী দেব।ভারতের হুগলিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে ভোটযুদ্ধে লড়েছেন রচনা ব্যানার্জী। তার বিপরীতে ছিলেন বিদায়ী সংসদ সদস্য বিজেপির লকেট চ্যাটার্জী।
অন্যদিকে ঘাটাল থেকে তৃণমূলের প্রার্থী হয়ে লোকসভা নির্বাচনে লড়েছেন দেব। বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে পেছনে ফেলে জয়ের হাসি হেসেছেন দেব।মঙ্গলবার (৪ জুন) সকাল আটটা থেকে ভোট গণনার কাজ শুরু হয়। বিকেলে ভোট গণনা শেষে জানা যায়, বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে বিপুল ভোটে হারিয়েছেন রচনা। অন্যদিকে বিজেপির প্রার্থী হিরণকেও বিপুল ভোটে পেছনে ফেলেছেন দেব।জানা গেছে, ৫৭ হাজার ভোট বেশি পেয়ে জয়ের হাসি হেসেছেন রচনা। অন্যদিকে ১ লাখ ২০ হাজারেরও বেশি ভোট পেয়ে তৃতীয়বারের মতো নির্বাচনে জয়ী হন দেব।
তাজাখবর২৪.কম: ঢাকা মঙ্গলবার, ৪জুন ২০২৪, ২১ জ্যৈষ্ট ১৪৩১, ২৬ জিলক্বদ ১৪৪৫