রোববার ২৬ জানুয়ারি ২০২৫

ইসরাইলের বর্বরতা মেনে নিলে আগামীতে অনেক দেশকে এসব দেখতে হবে: পরিবেশমন্ত্রী
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: রোববার, ২ জুন, ২০২৪, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ

পরিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়ন বাস্তবায়নে সক্রিয় নাগরিক অংশগ্রহণ, বিশেষত যুবকদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

পরিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়ন বাস্তবায়নে সক্রিয় নাগরিক অংশগ্রহণ, বিশেষত যুবকদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

তাজাখবর২৪.কম,ঢাকা:

ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত হামলা যদি আমরা মেনে নেই, তাহলে আগামীতে আরও অনেক দেশে এসব দেখতে হবে বলে জানিয়েছেন পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।রোববার (২ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স রুমে তিন দিনব্যাপী এক সেমিনারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
পরিবেশমন্ত্রী বলেন, 'ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত হামলা আমাদের হতভম্ব করে। এই অমানবিকতার জন্য কেউ দুঃখও প্রকাশ করছে না। শিশু মারা যাচ্ছে, হাসপাতাল ও স্কুলে বোমা মারা হচ্ছে। কিন্তু এখন এসব আমাদের কাছে স্বাভাবিক হয়ে গেছে। আমরা এটাকে মেনে নিচ্ছি। কীভাবে এটি সম্ভব! আজ যদি আমরা ইসরাইলের বর্বরতা মেনে নেই, তাহলে আগামীতে আরও অনেক দেশে এসব দেখতে হবে।'
 
তিনি বলেন, ‘আমরা কেন ফিলিস্তিন সমস্যার সমাধান করতে সক্ষম হচ্ছি না? কারণ আমাদের অনেক বৈশ্বিক সমস্যা আছে, কিন্তু বৈশ্বিক একতা নেই।’পরিবেশমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে আমরা দেশ স্বাধীন করেছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের একতার জন্য। বর্তমান প্রধানমন্ত্রীও ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছেন। একতাই আমাদের স্বাধীনতা এনে দেবে। আমাদের সফলতার জন্য ঐক্যবদ্ধ হতে হবে।’বিশেষ অতিথির বক্তব্যে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রমাদান বলেন, ‘আমাদের সবাইকে আন্তর্জাতিক কূটনীতিতে দক্ষতা বাড়াতে হবে। কূটনীতি শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কিন্তু দুর্নীতিগ্রস্ত আন্তর্জাতিক নিয়মের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।’ 
 
ফিলিস্তিনের পক্ষে অবস্থানের জন্য এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।এ সময় পরিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়ন বাস্তবায়নে সক্রিয় নাগরিক অংশগ্রহণ, বিশেষত যুবকদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিয়ে সাবের হোসেন চৌধুরী বলেন, জাতিসংঘের চিহ্নিত বিশ্বের তিনটি গুরুতর সমস্যা: জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষতি এবং দূষণ সমাধানে নিজেদের যুবকদেরকে নিয়োজিত করতে হবে।তিনি বলেন, যুব সম্প্রদায়কে যোগাযোগের দক্ষতা অর্জন করতে হবে এবং চ্যালেঞ্জ মোকাবেলা করা শিখতে হবে। প্রকৃতিকে সুরক্ষা করে তার সাথে সহাবস্থান করতে হবে। পরিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়ন বাস্তবায়নে সরকারের প্রচেষ্টায় অংশীদার হতে হবে।পরিবেশমন্ত্রী বলেন, ‘সবাই মিলে একসাথে কাজ করতে পারলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব হবে।’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশন (ডিইউমুনা) এ সেমিনারের আয়োজন করে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিনেল বিশ্বব্যাংকের সিনিয়র ইকোনোমিস্ট সৈয়দ রাশেদ আল-জায়দে, সংসদ সদস্য জারা জেবিন মাহবুব প্রমুখ।

তাজাখবর২৪.কম: ঢাকা রোববার , জুন  ২০২৪, ১৯ জ্যৈষ্ট ১৪৩১, ২৪ জিলক্বদ ১৪৪৫


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝