ফিলাডেলফি করিডোর নামে পরিচিত গাজা ও মিশরের অভিন্ন সীমান্তের একটি কৌশলগত অঞ্চল দখলে নিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী (আইডিএফ)। খবর বিবিসির।বুধবার (২৯ মে) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন আইডিএফ মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি।আইডিএফ মুখপাত্র বলেন, গাজায় অস্ত্র পাচারের জন্য হামাসের ব্যবহৃত প্রায় ২০টি টানেল পাওয়া গেছে।আইডিএফের এ দাবি অস্বীকার করা এক সূত্রের বরাত দিয়ে মিশরীয় টিভি বলেছে, ইসরাইল দক্ষিণ গাজার রাফা শহরে তাদের সামরিক অভিযানকে ন্যায্যতা দেয়ার চেষ্টা করছে।বুধবার রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন,সাম্প্রতিক দিনগুলোতে তাদের সেনারা মিশর-গাজা সীমান্তের ফিলাডেলফি করিডোরে নিয়ন্ত্রণে নিয়েছে।হাগারি এ করিডোরকে হামাসের ‘লাইফলাইন’ আখ্যা দিয়ে বলেন, এ পথ দিয়ে তারা (হামাস) নিয়মিত গাজা উপত্যকায় অস্ত্র পাচার করে।
তিনি আরও জানান, তাদের সেনারা ওই এলাকায় পাওয়া টানেলগুলো তদন্ত করে দেখছে।পরে এক সংবাদ সম্মেলনে হাগারি জানান, তিনি নিশ্চিত নন যে, তাদের পাওয়া টানেলগুলো মিশরের সঙ্গে সংযুক্ত কি না।ফিলাডেলফি করিডোর একটি বাফার জোন, যা প্রায় ১০০ মিটার (৩৩০ ফুট) প্রশস্ত। করিডোরটি মিশরের সঙ্গে সংযুক্ত গাজার ১৩ কিলোমিটার পাশ দিয়ে চলে গেছে।এর আগে মিশর বলেছিল যে, তারা আন্তঃসীমান্ত টানেল ধ্বংস করে দিয়েছে, যার ফলে যেকোন অস্ত্র চোরাচালান অসম্ভব।প্রায় তিন সপ্তাহ আগে হামাসের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে ইসরাইলি বাহিনী রাফা ক্রসিং নিয়ন্ত্রণে নেয়। এরপর থেকেই মিশর মধ্যে ইসরাইলের মধ্যে উত্তেজনা বেড়েছে।
তাজাখবর২৪.কম: ঢাকা বৃহস্পতিবার , ৩০মে ২০২৪, ১৬ জ্যৈষ্ট ১৪৩১, ২১ জিলক্বদ ১৪৪৫