শুক্রবার ১৪ ফেব্রুয়ারি ২০২৫

টি-টোয়েন্টিতে লজ্জার রেকর্ড গড়ল বাংলাদেশ
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: শুক্রবার, ২৪ মে, ২০২৪, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
আগেভাগেই লজ্জার রেকর্ড দখলে নিলো বাংলাদেশ। ফাইল ছবি (সংগৃহীত)

আগেভাগেই লজ্জার রেকর্ড দখলে নিলো বাংলাদেশ। ফাইল ছবি (সংগৃহীত)

তাজাখবর২৪.কম,ঢাকা:

রেকর্ডটা দখলে নেয়ার দ্বারপ্রান্তে ছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দল হিসেবে নাম লেখাতে পারতো শ্রীলঙ্কাও। কিন্তু যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে টানা দুই হারে আগেভাগেই লজ্জার রেকর্ডটা নিজেদের করে নিলো বাংলাদেশ।হিউস্টনে বৃহস্পতিবার (২৩ মে) যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৬ রানে হেরেছে বাংলাদেশ। আর তাতে প্রথম দল হিসেবে টি-টোয়েন্টিতে শততম ম্যাচ হারের রেকর্ড গড়ল টিম টাইগার।

২০০৬ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। চলতি মাসের শুরুতে ঘরের মাটিতে একই দলের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে সংখ্যাটা দাঁড়িয়েছিল ১৬৬’তে। এর মধ্যে ৬৪ জয়ের বিপরীতে ৯৮ ম্যাচ হেরেছিল লাল সবুজের প্রতিনিধিরা। বাকি ৪ ম্যাচে আসেনি ফল।কিন্তু র‌্যাঙ্কিংয়ের ১৯তম স্থানে থাকা যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে টানা দুই ম্যাচে ব্যর্থ হয়ে হারের শতকটা যে এত তাড়াতাড়ি পূরণ করে নেবে সেটা হয়তো কেউ কল্পনাই করতে পারেনি। জয়ের সংখ্যা না বাড়লেও ১৬৮ ম্যাচ শেষে বাংলাদেশের হার এখন ১০০।
 অথচ লজ্জার রেকর্ডটির দ্বারপ্রান্তে অবস্থান করছিল ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরুর আগে ১৯৩ টি-টোয়েন্টিতে খেলে ৯৯টিতে হার তাদের। কাছাকাছি অবস্থান করছে শ্রীলঙ্কাও। ১৮৯ ম্যাচ খেলে ৯৮টি হেরেছে তারা। এ তালিকার চতুর্থ স্থানে আছে জিম্বাবুয়ে। ১৪৫ ম্যাচ খেলে ৯৫ হার তাদের। ২১৬ ম্যাচ খেলে ৯০ হার নিয়ে পাঁচে আছে নিউজিল্যান্ড।অন্যদিকে টি-টোয়েন্টিতে ১০০ বা তার বেশি ম্যাচ জয়ের রেকর্ড আছে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও নিউজিল্যান্ডের। সর্বোচ্চ ১৪০ জয়ে যৌথভাবে শীর্ষে আছে ভারত ও পাকিস্তান।

তাজাখবর২৪.কম: ঢাকা শুক্রবার, ২৪মে  ২০২৪, ১০ জ্যৈষ্ট ১৪৩১, ১৫ জিলক্বদ ১৪৪৫

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝