দেওয়ান মিজানুর রহমান,তাজাখবর২৪.কম,মানিকগঞ্জ: প্রদীপ্ত মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় ২০২৪ সালের এস এসি পরীক্ষায় হেলাচিয়া মাজেদা চৌধুরী উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠ হয়েছে। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪-এ বিভিন্ন ক্যাটাগরীতে মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন ঐ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ মাসুদুল ইসলাম মাসুদ।
এতথ্য জানান জেলা শিক্ষা অফিসার মোঃ আমীর হোসেন। শিক্ষা বিস্তারে অনন্য শিক্ষা প্রতিষ্ঠান হেলাচিয়া মাজেদা চৌধুরী উচ্চ বিদ্যালয় সর্বোপরি ঈর্ষনীয় সাফল্য অর্জনে দফায় দফায় প্রথম স্হান।
প্রধান শিক্ষক মোঃ মাসুদুল ইসলাম মাসুদ বলেন, এমন কীর্তিময়ী কালজয়ীর প্রধান বৈশিষ্ট্য হলো অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা শ্রেণিতে পাঠদান। শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে দুর্বল শিক্ষার্থীরা দেখছে আশার আলো।
উল্লেখ্য,২০২৪ সালের এস এসসিতে ৬৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। ৫৮ জন কৃতকার্য হয়। ৪ জন প্লাসসহ পাসের হার ৮৭ পার্সেন্ট। পরীক্ষার্থীদের এমন সাফল্যের জন্য ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক, কর্মচারী , অভিভাবক ও বিশিষ্ট জনেরা।
তাজাখবর২৪.কম: ঢাকা রোববার, ১২মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫