বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের পর এবার মা হতে চলেছেন বলিপাড়ার প্রথম শ্রেণির আরেক অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। আর অভিনেত্রীর মা হওয়ার গুঞ্জনের সত্যতায় সিলমোহর দিয়েছেন অভিনেতা ভিকি কৌশল।ক্যাটরিনা ও ভিকির বিয়ের পর থেকেই একাধিকবার গুঞ্জন উঠেছে পরিবারে নতুন সদস্য আসার। বয়স আর জনপ্রিয়তার অনেক বেশি ব্যবধান থাকায় বরাবরই সংবাদমাধ্যমে আলোচনায় থাকেন এ সেলিব্রেটি দম্পতি।
তবে আবারও আলোচনায় এসেছেন ক্যাটরিনা। এই মুহূর্তে লন্ডনে রয়েছেন অভিনেত্রী। সেখান থেকেই ডেআউটিং-এর একটি ছবি শেয়ার করেন। যা মুহূর্তেই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। কারণ সে ছবি দেখার পরই নেটিজেনরা অনুমান করছেন মা হতে চলেছেন ক্যাট।ভাইরাল এ ছবির মন্তব্যের ঘরে অনেকেই লিখেছেন, লং কোটে হাত দিয়ে বেবিবাম্প লুকিয়েছেন অভিনেত্রী। এদিকে ভিকি হঠাৎই ছুটছেন লন্ডনে। বলিপাড়ায় ভিকির দ্রুত লন্ডনে যাওয়ার খবর আরও জোরালো করেছে ক্যাটরিনার মা হওয়ার গুঞ্জনকে। ৪০ বছর বয়সী অন্তঃসত্ত্বা স্ত্রীর যত্ন নিতেই লন্ডনে পা রাখতে ছুটছেন অভিনেতা।
কয়েক মাস আগে ভারতীয় ধনকুবের অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং অনুষ্ঠানেও গুঞ্জন উঠেছিল মা হচ্ছেন ক্যাট। ওই অনুষ্ঠানে ঢিলেঢালা পোশাকে অনেকেরই অনুমান সংসারে এবার নতুন সদস্য আসছে ক্যাট-ভিকির। তবে এ বিষয়ে এখনও কোনো অফিশিয়াল মন্তব্য করেননি তারকা দম্পতি। তাই সত্যটা জানতে ভক্তদের অপেক্ষা করতে হবে আরও কিছু সময়।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
তাজাখবর২৪.কম: ঢাকা শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫