ছবির প্রচারণার পাশাপাশি তিনি হাজির ছিলেন টেলিভিশন অনুষ্ঠানগুলোতে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে শাকিব কী খেতে পছন্দ করেন- তা তিনি জানিয়েছেন। এর আগে অপুও জানিয়েছিলেন এই অভিনেতার পছন্দের খাবারের কথা।
ওই বেসরকারি টেলিভিশনের উপস্থাপক বুবলীকে প্রশ্ন করেন- তরকারিতে লবণ কম হওয়ার জন্য কখনো বকা খেয়েছেন শাকিব খানের কাছে। উত্তরে বুবলী বলেন, ‘না। আমার রান্না খুব পছন্দ করেন।’ এরপরই উপস্থাপক জানতে চান, বুবলীর হাতের কোন রান্নাটি শাকিব খানের প্রিয়? উত্তরে অভিনেত্রী বলেন, ‘হাঁসের মাংসটা খুব পছন্দ করে।’
এই অভিনেত্রী আরও বলেন, ‘এছাড়া একটা ছোট চিংড়ি আমি ফ্রাই করি, ওটাও খুব পছন্দ করেন। উনি আসলে যখন খান, প্রচুর খেতে পছন্দ করেন। আবার যখন দেখা যায় ডায়েট করছেন, একদমই ক্রাস ডায়েটে চলে যান। দেখা যায়, এক সপ্তাহের মধ্যেই ওজন কমিয়ে ফেলতে পারেন।’
সম্প্রতি অপু বিশ্বাসও জানান, শাকিব খান তার হাতের মোরগ পোলাও খেতে পছন্দ করেন।