মোহাম্মদ খোরশেদ হেলালী,তাজাখবর২৪.কম,কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা'সহ নুরুল ইসলাম (৩৫) নামের এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় পাচারকাজে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করা হয়। আটক ব্যক্তি টেকনাফ সদর ইউনিয়নের মোঃ ইউনুছ এর ছেলে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে টেকনাফ মডেল থানার সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিং এই তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া-টেকনাফ) সার্কেল রাসেল আহমেদ।
অতিরিক্ত পুলিশ সুপার রাসেল বলেন, বুধবার সকালে সদর ইউনিয়নের শীলবুনিয়া পাড়া সংলগ্ন টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়ক দিয়ে মাদক পাচারের খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বোঝাই অটো গাড়িটি সড়কের পাশে ফসলি জমিতে নামিয়ে দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে তাকে আটক করা হয়।
ঘটনাস্থলে অটো চালকের আসনের নিচ থেকে ১ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ করা হয়।
জব্দকৃত মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।
তাজাখবর২৪.কম: ঢাকা বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৪, ৯ ফাল্গুন ১৪৩০, ১২ শাবান ১৪৪৫