প্রকাশ: রোববার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
রাখাল বিশ্বাস,তাজাখবর২৪.কম,কেন্দুয়া: নেত্রকোনার কেন্দুয়া থানার পুলিশ অভিযান চালিয়ে আনোয়ার হোসেন (৩২) নামে এক চোরকে মালামালসহ গ্রেফতার করে ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছেন পুলিশ। আনোয়ার হোসেন উপজেলার নোয়াদিয়া গ্রামের আছিম উদ্দিনের ছেলে। গ্রেফতারের সময় তার বসতবাড়ি হতে চোরাইকৃত বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। এ বিষয়ে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দুয়া থানার প্রেসব্রিফিং করে ওসি মোঃ এনামুল হক জানান, চক্রের সদস্য আনোয়ার হোসেন সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। গত ৩ ফেব্রুয়ারি গভীর রাতে নোয়াদিয়া একতা উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার পাশের এক মনোহারী দোকানে চুরি সংগঠিত হয়। এ ব্যাপারে মনোহারী দোকানের মালিক আব্দুল আওয়াল বাদী হয়ে কেন্দুয়া থানায় মামলা করেন। সেই মামলার তদন্তে চোর চক্রের সন্ধান পাওয়া যায়। এরই প্রেক্ষিতে গত ১৪ ফেব্রুয়ারি অভিযান চালিয়ে চোর চক্রের সদস্য আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তার বসতবাড়ি হতে মনোহারী মালামালসহ অটোরিক্সা, ব্যাটারি ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৫৬ হাজার ৪শত ৭০ টাকা। ব্যাপারে ৭দিনের রিমান্ড চেয়ে বৃহস্পতিবার আদালতে তাকে প্রেরণ করা হয়েছে।
তাজাখবর২৪.কম: ঢাকা রোববার, ১৮ ফেব্রুয়ারি ২০২৪,৫ ফাল্গুন ১৪৩০, ০৭ শাবান ১৪৪৫