দুই ক্রিকেটারকে নিষিদ্ধ করলেন জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড
তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
দুই ক্রিকেটারকে নিষিদ্ধ করলেন জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড-ফটো- সংগৃহিত
তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: মাদকের সঙ্গে জড়িয়ে পড়ায় জিম্বাবুয়ের দুই ক্রিকেটারকে সব ধরনের ক্রিকেট থেকে চার মাসের জন্য নিষিদ্ধ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। নিষিদ্ধ হওয়া দুই ক্রিকেটার হলেন- অলরাউন্ডার ওয়েসলি মাদিভারে ও ব্রান্ডন মাভুতা। একইসঙ্গে তাদের গত তিন মাসের বেতনের ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।
এছাড়া আরেক ব্যাটার কেভিন কাসুজাকেও সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে। গত সপ্তাহে তার শরীরে ডোপ ট্স্টে করলে মাদকের উপস্থিতি পাওয়া যায়।
এদিকে মাদিভারে ও মাভুতার ডোপ টেস্ট করা হয় গত মাসে। তখন এই দুই ক্রিকেটারের শরীরে মাদকের উপস্থিতি পাওয়া যায়। ফলে তাৎক্ষণিকভাবে তাদের ক্রিকেট থেকে বরখাস্ত করা হয়। এরপর তারা নিজের স্বপক্ষে আপিল করেন। অবশেষে গতকাল বুধবার এই দুই ক্রিকেটারের আপিলের শুনানি হয়। সে শুনানিতে অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের শাস্তির দেওয়া হয়।
জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, এই দুই ক্রিকেটার জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের আচরণবিধি লঙ্ঘন করেছেন। এমন কাজের জন্য তারা অনুশোচনা করেছেন বিধায় তাদের শাস্তি কমিয়ে দেওয়া হয়েছে। এমন অভ্যাস থেকে বের হয়ে আসার জন্য তারা ইতিমধ্যে কাজ করা শুরু করেছেন। দুই ক্রিকেটারের পুনর্বাসন প্রক্রিয়া জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের মেডিকেল কর্মকর্তাদের দ্বারা পর্যবেক্ষণ করা হবে বলেও জানানো হয়েছে বোর্ড থেকে।
গত বছরের ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে জিম্বাবুয়ের হয়ে খেলেছেন মাদিভারে ও মাভুতা। মাদিভারে তিনটি টি-টোয়েন্টি ম্যাচই খেলেছেন। কিন্তু মাভুতা খেলেছেন শুধু শেষ টি-টোয়েন্টিতে।
তাজাখবর২৪.কম: ঢাকা বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪,১১ মাঘ ১৪৩০,১৩ রজব ১৪৪৫