মঙ্গলবার ৮ অক্টোবর ২০২৪

কবি মাইকেল মধুসূদন দত্তের দ্বিশত জন্মবার্ষিকী উদযাপিত
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
কবি মাইকেল মধুসূদন দত্তের দ্বিশত জন্মবার্ষিকী উদযাপিত

কবি মাইকেল মধুসূদন দত্তের দ্বিশত জন্মবার্ষিকী উদযাপিত

তাজাখবর২৪.কম,ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ এবং
নজরুল গবেষণা কেন্দ্রের যৌথ উদ্যোগে ২৫ জানুয়ারি বৃহস্পতিবার কবি মাইকেল মধুসূদন দত্তের দ্বিশত জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে নাটম-লে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল- আলোচনা সভা, প্রবন্ধ পাঠ, নাট্য পরিবেশনা প্রভৃতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কর্মসূচির উদ্বোধন করেন। বাংলা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. ফাতেমা কাওসারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক সিরাজ সালেকীন।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল কবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তিনিই প্রথম বাংলা সাহিত্যে ‘সনেট’- এর প্রচলন করেন। তিনি অত্যন্ত প্রতিভাবান কবি ও সাহিত্যিক ছিলেন। বাংলা সাহিত্যে তিনি যে অনন্য অবদান রেখে গেছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে। আলোচনা, সেমিনার,গবেষণা ও সাহিত্য চর্চার মাধ্যমে মাইকেল মধুসূদন দত্তকে নতুন প্রজন্মের কাছে তুলে
ধরার জন্য তিনি গবেষকদের প্রতি আহ্বান জানান।


তাজাখবর২৪.কম: ঢাকা বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪,১১ মাঘ ১৪৩০,১৩ রজব ১৪৪৫

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝