তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: সাবেক মিস ওয়ার্ল্ড প্রতিযোগী শেরিকা ডি আরমাস আর নেই। মাত্র ২৬ বছর বয়সে তার জীবন প্রদীপ নিভে গেলো। তিনি ২০১৫ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় উরুগুয়ের প্রতিনিধিত্ব করেছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দীর্ঘদিন জরায়ুর ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে গত ১৩ অক্টোবর মাত্র ২৬ বছর বয়সে মারা যান শেরিকা। তিনি কয়েক বছর ধরে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি নিচ্ছিলেন। ২০১৫ সালে মাত্র ১৮ বছর বয়সে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেন শেরিকা। সেসময় দেওয়া এক সাক্ষাৎকারে শেরিকা বলেন, ‘আমি সবসময়ই মডেল হতে চেয়েছিলাম, তা বিউটি মডেল হোক, বিজ্ঞাপনের মডেল হোক বা ক্যাটওয়াক মডেল হোক। আমি ফ্যাশন সম্পর্কিত সবকিছুই পছন্দ করি। চ্যালেঞ্জে পূর্ণ এই অভিজ্ঞতায় থাকতে পেরে আমি খুবই খুশি।’
তাজাখবর২৪.কম: ঢাকা মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩, ৬ অগ্রহায়ণ ১৪৩০,৬ জমাদিউল আউয়াল ১৪৪৫