ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশিদ বিন খালিদ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, যাত্রাবাড়ীতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
তবে তার নাম-পরিচয় জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল আলম বলেন, রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে যাত্রীবেশে দুর্বৃত্তরা বাসে আগুন দিয়েছে।
তাজাখবর২৪.কম: ঢাকা মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩, ৬ অগ্রহায়ণ ১৪৩০,৬ জমাদিউল আউয়াল ১৪৪৫