প্রকাশ: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্রে হাসপাতালে বন্দুকধারীর হামলায় নিহত ২
তাজাখবর২৪.কম,আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের একটি মানসিক হাসপাতালে বন্দুক হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে ওই হামলাকারীও নিহত হন।
শুক্রবার (১৭ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে। তবে এ হামলায় নিহত ব্যক্তি ও হামলকারীর পরিচয় এখনো প্রকাশ করেনি পুলিশ। তাছাড়া ঠিক কী কারণে ওই ব্যক্তি হাসপাতালে হামলা চালিয়েছেন সে বিষয়েও স্পষ্ট হওয়া যায়নি।
নিউ হ্যাম্পশায়ার হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট হামলাকারী নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। নিউ হ্যাম্পশায়ার পুলিশের কর্নেল মার্ক হল জানিয়েছেন, তদন্তের কারণে হাসপাতালে পুলিশ কিছু সময় থাকলেও জনসাধারণ ও হাসপাতালের রোগী বা কর্মীদের জন্য কোনো হুমকি।
তিনি আরও জানান, হামলাকারী হাসপাতালে ঢুকে লবিতেই একজনকে গুলি করেন। পরে হাসপাতালে নিযুক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্য ওই বন্দুকধারীকে গুলি করেন। এতে হামলাকারী ঘটনাস্থলেই নিহত হন। ‘খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। গুলিবিদ্ধ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ সূত্র: ইউএসএ টুডে
তাজাখবর২৪.কম: ঢাকা শনিবার, ১৮ নভেম্বর ২০২৩, ৩ অগ্রহায়ণ ১৪৩০,৩ জমাদিউল আউয়াল ১৪৪৫