বুধবার ৬ ডিসেম্বর ২০২৩

ধর্মশালায় আজ বাংলাদেশের সামনে ইংলিশ-পরীক্ষা
প্রকাশ: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩, ১২:০০ এএম আপডেট: ০৮.১১.২০২৩ ১১:৫২ পিএম | অনলাইন সংস্করণ
 ধর্মশালায় আজ বাংলাদেশের সামনে ইংলিশ-পরীক্ষা-ছবি সংগৃহীত

ধর্মশালায় আজ বাংলাদেশের সামনে ইংলিশ-পরীক্ষা-ছবি সংগৃহীত

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের সামনে ইংলিশ-পরীক্ষা। প্রথম ম্যাচে আফগানদের হারিয়ে টগবগে আত্মবিশ্বাস টাইগারদের, অন্যদিকে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে অনেকটাই কোণঠাসা ইংল্যান্ড।

বাংলাদেশ কি পারবে তাদের জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে? নাকি ইংল্যান্ড আহত সিংহ হয়ে মরণকামড় বসাতে চাইবে টাইগারদের গায়ে? বাংলাদেশ সময় আজ সকাল এগারটায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশ যেহেতু আগের ম্যাচে জয় পেয়েছে, ধর্মশালায় আজ মঙ্গলবার ১০ অক্টোবর তাই টিম কম্বিনেশন পরিবর্তন করা কঠিন এক সিদ্ধান্ত হবে। তবে নেটে অফস্পিনার শেখ মেহেদি হাসানকে বেশ ঘাম ঝরাতে দেখা গেছে।

ধারণা করা হচ্ছে, ইংলিশ ব্যাটারদের মারকুটে ধরনের কথা মাথায় রেখে আজ একাদশে ফেরানো হতে পারে শেখ মেহেদিকে। এমনকি বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের কথাও ভাবা হতে পারে।

সেক্ষেত্রে বাড়তি স্পিনার যোগ করতে একাদশের বাইরে চলে যেতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদ। আফগানদের বিপক্ষে ম্যাচে তিনি মোটে এক ওভার বল করেছিলেন, পাননি ব্যাটিং।

এদিকে ইংল্যান্ড আজ নিজেদের দ্বিতীয় ম্যাচেও সম্ভবত পাচ্ছে না বেন স্টোকসকে। তারকা এই অলরাউন্ডারের নিতম্বের চোট এখনও ভোগাচ্ছে। একাদশের বাইরে থাকতে পারেন মঈন আলিও। সেক্ষেত্রে পেস আক্রমণে শক্তি বাড়াতে রিস টপলের ঢোকার সম্ভাবান আছে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ/শেখ মেহেদি, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস ওকস, মার্ক উড, আদিল রশিদ, রিস টপলে।
তাজাখবর২৪.কম: ঢাকা মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩, ২৬ আশ্বিন ১৪৩০,২৪ রবিউল আউয়াল ১৪৪৫


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝