প্রকাশ: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের সামনে ইংলিশ-পরীক্ষা। প্রথম ম্যাচে আফগানদের হারিয়ে টগবগে আত্মবিশ্বাস টাইগারদের, অন্যদিকে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে অনেকটাই কোণঠাসা ইংল্যান্ড।
বাংলাদেশ কি পারবে তাদের জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে? নাকি ইংল্যান্ড আহত সিংহ হয়ে মরণকামড় বসাতে চাইবে টাইগারদের গায়ে? বাংলাদেশ সময় আজ সকাল এগারটায় শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশ যেহেতু আগের ম্যাচে জয় পেয়েছে, ধর্মশালায় আজ মঙ্গলবার ১০ অক্টোবর তাই টিম কম্বিনেশন পরিবর্তন করা কঠিন এক সিদ্ধান্ত হবে। তবে নেটে অফস্পিনার শেখ মেহেদি হাসানকে বেশ ঘাম ঝরাতে দেখা গেছে।
ধারণা করা হচ্ছে, ইংলিশ ব্যাটারদের মারকুটে ধরনের কথা মাথায় রেখে আজ একাদশে ফেরানো হতে পারে শেখ মেহেদিকে। এমনকি বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের কথাও ভাবা হতে পারে।
সেক্ষেত্রে বাড়তি স্পিনার যোগ করতে একাদশের বাইরে চলে যেতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদ। আফগানদের বিপক্ষে ম্যাচে তিনি মোটে এক ওভার বল করেছিলেন, পাননি ব্যাটিং।
এদিকে ইংল্যান্ড আজ নিজেদের দ্বিতীয় ম্যাচেও সম্ভবত পাচ্ছে না বেন স্টোকসকে। তারকা এই অলরাউন্ডারের নিতম্বের চোট এখনও ভোগাচ্ছে। একাদশের বাইরে থাকতে পারেন মঈন আলিও। সেক্ষেত্রে পেস আক্রমণে শক্তি বাড়াতে রিস টপলের ঢোকার সম্ভাবান আছে।