টেকনাফে গহীন পাহাড়ে অভিযান, অপহৃত ৩ বনপ্রহরী তিন দিন পর উদ্ধার
প্রকাশ: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
টেকনাফে গহীন পাহাড়ে অভিযান, অপহৃত ৩ বনপ্রহরী তিন দিন পর উদ্ধার
মোহাম্মদ খোরশেদ হেলালী,তাজাখবর২৪.কম,কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে তিন দিন আগে অপহৃত তিন বনপ্রহরীকে গহীন পাহাড় থেকে উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় সোমবার দুপুরে পুলিশ, বনবিভাগ তাদের উদ্ধার করে বলে হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে সদস্য মোহাম্মদ আলী জানান।
উদ্ধার তিন প্রহরী হলেন: হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার আবদুল মালেকের ছেলে মো. শাকের (২০) একই এলাকার বকসু মিয়ার ছেলে আবদুর রহমান (৪২) ও আবদু শুক্কুরের ছেলে আবদুর রহিম (৪৬)।
কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম বলেন, তিন বনপ্রহরীকে কিছুক্ষণ আগে উদ্ধার করা হয়েছে। পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
তিন বনপ্রহরীকে গত শুক্রবার নেচার পার্ক থেকে অপহরণ করা হয়েছিল। তারা বেসরকারি সংস্থা নিসর্গের পাহারাদার ছিলেন। তাদের জিম্মি রেখে পরিবারের কাছে মুক্তিপণ চেয়ে ফোনও করা হয়েছিল। তাজাখবর২৪.কম: সোমবার, ০৪ সেপ্টেম্বর ২০২৩, ২০ ভাদ্র ১৪৩০,১৮ সফর ১৪৪৫