মুন্সীগঞ্জের আইনশৃঙ্খলার উন্নতি দাবি জনগনের-ফাইল ফটো-
শাহআলম,তাজাখবর২৪.কম,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে আগের যেকোন সময়ের চেয়ে বর্তমানে আইন শৃঙ্খলার উন্নতি দাবি সাধারন জনগনের। বর্তমান মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আমিনূল ইসলাম যোগদান করার পর প্রতিটি গ্রামের দুই গ্রুপকে ডেকে আইন শৃঙ্খলা ভালো রাখার জন্য বলেন। দিনদিন মাদকের ব্যবহার ও ব্যবসাও কমছে পুলিশের তৎপরতায়। তবে মোল্লাকান্দি ইউনিয়নে যে কয়েকজন মাদক ব্যবসায়ী ছিল তারা এখন ইউনিয়ন থেকে বিতাড়িত হয়েছে। সম্প্রতি মুন্সীগঞ্জে নতুন পুলিশ সুপার, জেলা প্রসাসক ও সদর থানার অফিসার্স ইনচার্জ যোগদান করায় সাধারন জনগন মনে করেন তাদের ভরসার স্থান পেয়েছেন। এব্যাপারে প্রত্যেকে মুন্সীগঞ্জবাসিকে কিভাবে ভাল রাখা যায় সেই চষ্টোই করে যাবেন বলে জানান সাংবাদিকদের।
তাজাখবর২৪.কম: মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩,৩১ শ্রাবণ ১৪৩০,২৮ মহররম ১৪৪৫