প্রকাশ: বুধবার, ১২ জুলাই, ২০২৩, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
মইনুল ইসলাম মিশুক,তাজাখবর২৪.কম,হোমনা: কুমিল্লার হোমনা উপজেলা ভূমিহীন-গৃহহীণমুক্ত (‘ক’ শ্রেণি) হচ্ছে আগামী মাসে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক যৌথ সভায় এ তথ্য জানানো হয়। সভায় জানানো হয়- স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে আবেদন গ্রহণ করে যাচাই বাছাইপূর্বক উপজেলা টাস্কাফোর্সের সিদ্ধান্ত অনুযায়ী এ উপজেলায় সর্বমোট ২১৮ জন ভূমিহীন-গৃহহীণের তালিকা চূড়ান্ত করা হয়।
ইতোমধ্যে ১৮৬ জনকে দলিলপত্রাদিসহ গৃহ ও জমি বুঝিয়ে দেওয়া হয়েছে। বাকী ৩২টি ভূমি এবং গৃহ নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে। আগামী আগস্ট মাসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রায়ণ প্রকল্পের আওতায় গৃহ ও ভূমি হস্তান্তর অনুষ্ঠানে বাকী ৩২ জনকে দলিলপত্রসহ তা বুঝিয়ে দিয়ে সারাদেশের অন্যান্য এলাকার সঙ্গে হোমনা উপজেলাকেও গৃহহীন ও ভূমিহীনমুক্ত উপজেলা ঘোষণা করবেন। সভায় উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, হোমনা পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসীন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, টাস্কফোর্স কমিটির সদস্য সচিব সহকারী কমিশানার
(ভূমি) ইউছুফ হাসান, হোমনা থানার ইন্সপেক্টও (তদন্ত) রিপন বালা, ঘাগুটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুল ইসলাম গণি, ঘারমোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান মোল্লা, চান্দেরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক, জয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম মোল্লা, সাংবাদিক মোর্শেদুল ইসলাম শাজু, আ. হক সরকার ও মো. কামাল হোসেন প্রমুখ।
তাজাখবর২৪.কম: বুধবার, ১২ জুলাই ২০২৩ ২৮ আষাঢ় ১৪৩০,২৩ জিলহজ্ব ১৪৪৪