প্রকাশ: সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
শাহআলম তাজাখবর২৪.কম,মুন্সীগঞ্জ:মুন্সীগঞ্জ পৌরসভার স্বতন্দ্র প্রার্থী এ্যাডভোকেট মজিবর রহমান জনরোষে আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
১৭ জানুয়ারি রোববার রাত৮টায় মুন্সীগঞ্জ পুলিশ সুপারের বাস ভবনের সামনে পোষ্টার লাগানোর সময় ৮/১০জনের একটি গ্রুপ স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট মজিবরের উপর হামলা চালালে তিনি মাটিতে লুটিয়ে পরেন। পরে পুলিশের একটি গাড়ি দেখতে পেয়ে হামলাকারিরা পালিয়ে যায়। এসময় তাকে তার সর্থকরা মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। তিনি আহত অবস্থায় সাংবাদিকদের জানায়, নৌকার সমর্থকরা তাকে মেরে আহত করেছে.তবে এবিষয়ে নৌকা প্রতিকের মেয়র প্রার্থী বিষয়টি জানেই না। তাছরা স্বতন্ত্র প্রার্থী তার সাথে জোরালো কোন প্রতিদ্বন্দিও না। তাকে কেন নৌকার সমর্থকরা মারতে যাবে। মুন্সীগঞ্জ জেনারেল হাসাতালের ডিউটিরত ডাক্তার শৈবাল বশ্যাক জানান, তার ডান হাতে ও মাথায় আঘাত পাওয়ায় তাকে মিডফোর্ট হাসাতালে রেফার্ড করা হয়েছে। তবে পৌরসভার সাধারন জনগন জানায়, তিনি কখনও বিএনপি দলে আবার কখনও জাতীয় পার্টিতে যোগদান করেছে। তিনি প্রার্থীর চেয়ারম্যান হয়েছিলেন। পৌরবাসি জনান, তিনি চেয়ারম্যান থাকাকালিন কারো উপকার করেছে কিনা মনে পরেনা। দল বদলের ডিগবাজিতে তিনি এগিয়ে তার অভিযোগ মেয়র সমর্থকদের উপর এটা সত্যনা । মেয়র বিপ্লব নির্বাচনে বিশবাসী মারা মারিতে বিশ্বাসী নয় জনগনের মন জয় করেই দ্বিতীয় বারের মত নৌকা প্রতিকের জয় ছিনিয়ে আনবেন। এব্যাপারে মুন্সীগঞ্জ পুলিশ সুপার জানান অপরাধি যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।
তাজাখবর২৪.কম: ঢাকা সোমবার, ১৮ জানুয়ারি ২০২১ ,০৪ মাঘ ১৪২৭,০৪ জমাদিউস সানি ১৪৪২