প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
মুক্ত জীবনে ফিরেও ভালো ছিলেন না জল্লাদ শাহজাহান। মুক্ত জীবন যাপনের চেয়ে তিনি মরে যেতে চেয়েছিলেন। ছবি সংগৃহীত
তাজাখবর২৪.কম,ঢাকা: ৪০ বছরেরও বেশি সময় জেলে কাটিয়ে মুক্ত জীবনে ফিরেছিলেন আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া। তবে সেই মুক্ত জীবন তার কখনো ভালো লাগেনি। বরং মরে যেতে পারলেই ভালো লাগতো বলে জানিয়েছিলেন তিনি।সোমবার (২৪ জুন) রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুর পর স্মৃতিচারণ করতে গিয়ে জল্লাদ শাহজাহানের শেষ ইচ্ছার বিষয়টি জানিয়েছেন অভিনেতা ফারুক আহমেদ।এক ফেসবুক পোস্টে অভিনেতা লিখেছেন, ‘এ বছর বই মেলায় কিংবদন্তী পাবলিকেশন'স থেকে তার (শাহজাহান ভূঁইয়া) লেখা একটা বই প্রকাশ হয়েছিল। বইটির নাম ‘কেমন ছিল জল্লাদ জীবন’। মেলার কিংবদন্তী প্রকাশনীতে আমার লেখাও একটি বই ছিল। বই মেলার প্রায় ১৫ দিন আমি কিংবদন্তী স্টলে বসেছি। জল্লাদ শাজাহানের সঙ্গে আমার কিংবদন্তী স্টলেই পরিচয়।তার দীর্ঘ জেল জীবন, জল্লাদ হওয়ার গল্প, ফাঁসি দেয়ার সময় তার মনের অবস্থা, ফাঁসির সময় আসামির প্রতিক্রিয়া এসব বিষয় তার কাছে জানতে চেয়েছি। সে খোলামেলাভাবে আমার কথার উত্তর দিয়েছে।এক দিন আমি তাকে জিজ্ঞেস করলাম, ‘মুক্ত জীবন কেমন লাগছে? সে মাথা নিচু করে বললো, ভালো না। আমার কেউ নাই, কিচ্ছু নাই, ভালো লাগে না।
আমি বোকার মতো তার দিকে তাকিয়ে রইলাম। আহারে জীবন! জীবনের ৪০ বছরেরও বেশি সময় জেলের চার দেয়ালের ভেতর কাটিয়ে মুক্ত জীবন পেয়েও বলে ভালো লাগে না! আমি তাকে আবার জিজ্ঞেস করলাম, “কি করলে আপনার ভালো লাগবে? সে সঙ্গে সঙ্গে উত্তর দিলো, ‘মরে গেলে’।অভিনেতা ফারুক এসব তথ্য দিয়ে মন্তব্য করেছেন, জল্লাদ শাজাহান আজ (সোমবার) দুপুরে মরে গেছে। তার চাওয়া পূরণ হয়েছে। ওপারে ভালো থাকবেন জল্লাদ শাজাহান।জল্লাদ শাহজাহানের মোট ৪২ বছর সাজা হয়েছিল। এর মধ্যে ফাঁসি কার্যকর করে তিনি ১০ বছর ৫ মাস ২৮ দিনের সাজা রেয়াত পান। প্রায় ৩২ বছরের সাজা শেষে গত বছরের ১৮ জুন দুপুরে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
তাজাখবর২৪.কম: ঢাকা মঙ্গলবার, ২৫ জুন ২০২৪, ১১ আষাঢ় ১৪৩১, ১৮ জিলহজ্ব ১৪৪৫