বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫

দক্ষিণ কোরিয়া অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ২২, কোনো বাংলাদেশি ছিলেন কিনা জানা গেল
তাজাখবর২৪.কম,ঢাকা:
প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
সোমবার (২৪ জুন) দক্ষিণ কোরিয়ায় একটি ব্যাটারি তৈরির কারখানায় আগুন লাগে।

সোমবার (২৪ জুন) দক্ষিণ কোরিয়ায় একটি ব্যাটারি তৈরির কারখানায় আগুন লাগে।

তাজাখবর২৪.কম,ঢাকা: দক্ষিণ কোরিয়ায় একটি ব্যাটারি তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। দীর্ঘ পাঁচ ঘণ্টা ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।জানা গেছে, দক্ষিণ কোরিয়ার গিয়ংগি প্রদেশের হোয়াসংসি এলাকায় লিথিয়াম ব্যাটারি তৈরির কারখানায় আগুন লাগলে দ্রুত তা ছড়িয়ে পড়ে।নিহতদের মধ্যে বেশিরভাগই চীনা নাগরিক। তবে ওই কারখানায় কোনো বাংলাদেশি ছিলেন না।দমকল কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার স্থানীয় সময় সকাল ১০টা ৩১ মিনিটে ভবনের দ্বিতীয় তলায় প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। বিকেল ৩টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

নিহতদের মধ্যে অধিকাংশ চীনের নাগরিক। ওই কারখানায় কোনো বাংলাদেশি না থাকলেও, ভয়াবহ এমন অগ্নিকাণ্ডে আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের প্রবাসী বাংলাদেশিরা।স্থানীয় এক দমকল কর্মকর্তা জানান, একটি গুদামে ৩৫ হাজার ইউনিট ব্যাটারি রাখা ছিল। সেখানে ব্যাটারি সেলগুলোতে ধারবাহিক বিস্ফোরণ ঘটতে থাকার একপর্যায়ে আগুন ধরে যায়।আগুনের সূত্রপাতের সময় প্রায় ৬৭ জন শ্রমিক কারখানায় কাজ করছিলেন।এদিকে, অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইওল। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য কাজ করছে কর্তৃপক্ষ।

তাজাখবর২৪.কম: ঢাকা মঙ্গলবার, ২৫ জুন ২০২৪, ১১ আষাঢ় ১৪৩১, ১৮ জিলহজ্ব  ১৪৪৫

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝