প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
রামুতে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু
কামাল শিশির,তাজাখবর২৪.কম,রামু : কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মোহাম্মদ তাওহীদ বাবু(২০)। সে কক্সবাজারের রামু সরকারি কলেজের এইচএসসি ১ম বর্ষের শিক্ষার্থী । জানা যায়, মঙ্গলবার (২৫ জুন) বিকেল ৫ টার সময় মোটরসাইকেলযোগে কক্সবাজারে আসার পথে জোয়ারিয়ানালা এলাকায় বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষে হাতে এবং মাথায় গুরুতর আঘাত লেগে তার মৃত্যু হয়।পরে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত তাওহীদুল বাবুর পিতা লুৎফুর রহমান একজন প্রবাসী।তারা দীর্ঘদিন ধরে কক্সবাজারের টেকপাড়া এলাকায় বসবাস করছিলেন বলে জানা যায়।
তাজাখবর২৪.কম: ঢাকা মঙ্গলবার, ২৫ জুন ২০২৪, ১১ আষাঢ় ১৪৩১, ১৮ জিলহজ্ব ১৪৪৫