আপলোড তারিখ : 2023-01-24
ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের উপ-প্রধান কিরিলো টিমোশেঙ্কোর পদত্যাগ
ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের উপ-প্রধান কিরিলো টিমোশেঙ্কোর পদত্যাগ তাজাখবর২৪.কম,আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের উপ-প্রধানের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন কিরিলো টিমোশেঙ্কো। এরই মধ্যে প্রেসিডেন্ট জেলেনস্কির কাছে পদত্যাগপত্র দিয়েছেন তিনি। প্রেসিডেন্টের কাছে অনুরোধ করেছেন তাকে দায়িত্ব থেকে মুক্তি দেওয়ার জন্য। খবর আল-জাজিরার।

টিমোশেঙ্কো টেলিগ্রাম পোস্টে লিখেছেন, আমার প্রতি আস্থা ও প্রতিদিন-প্রতি মিনিটে ভালো কাজ করার সুযোগের জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ধন্যবাদ জানাই।

তবে ঠিক কী কারণে তিনি পদত্যাগ করছেন তা স্পষ্ট করে জানাননি।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক বলেন, বৈশ্বিক সিদ্ধান্তহীনতা যুদ্ধকে আরও দীর্ঘায়িত করছে। ফলে ইউক্রেনে আরও বেশি মানুষের প্রাণহানি ঘটছে। শনিবার (২১ জানুয়ারি) ইউক্রেনকে অত্যাধুনিক লেপার্ড ট্যাংক সরবরাহের সিদ্ধান্ত থেকে সরে আসায় জার্মানি ও পশ্চিমা দেশগুলোকে উদ্দেশ্য করে দেওয়া এক টুইটে এমন মন্তব্য করেন তিনি।

ওই টুইটে তিনি লেখেন, আজকের সিদ্ধান্তহীনতা আমাদের আরও বেশি লোককে হত্যা করছে। সিদ্ধান্ত নিতে একদিন দেরি করা মানেই আরও বেশি ইউক্রেনীয়দের মৃত্যু।

তারও আগে ন্যাটোকে সতর্ক করে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউক্রেনে যদি রাশিয়া হেরে যায় তাহলে পারমাণবিক যুদ্ধ হবে। রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিতি রয়েছে মেদভেদেভের।

এক টেলিগ্রাম বার্তায় মেদভেদেভ বলেন, প্রথাগত যুদ্ধে একটি পারমাণবিক ক্ষমতাধর দেশ হেরে গেলে পারমাণবিক যুদ্ধের সূচনা হতে পারে। মেদভেদেভ বর্তমানে পুতিনের নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাজাখবর২৪.কম: ঢাকা মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০২৩, ১০ মাঘ ১৪২৯,০১ রজব ১৪৪৪





এই বিভাগের আরো সংবাদ

advertisement

 
                              
                             প্রধান উপদেষ্টা: ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট
                                             সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
এই ঠিকানা থেকে সম্পাদক কায়সার হাসান কর্তৃক প্রকাশিত।
কপিরাইটর্স ২০১৩: taazakhobor24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, ০১৯১০৭৭৪৫৫৯
ইমু: ০১৯১০৭৭৪৫৫৯ ই-মেইল: [email protected] , [email protected]
facebook: taaza khobor, You tube:Taaza khobor Tv

বুধবার, ০১ মার্চ, 2০২3