শুক্রবার ২৯ মার্চ ২০২৪

এইচএসএসসি ফলাফলেও সাফল্যের শীর্ষে জেসিপিএসসি
প্রকাশ: সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ-ফাইল ফটো-

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ-ফাইল ফটো-

আবুল কাশেম রুমন,তাজাখবর২৪.কম,সিলেট: জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থীরা এইচএসসি-২০২১ এর প্রকাশিত ফলাফলেও প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন রেখেছে। ২০২১ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় জেসিপিএসসি থেকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের মোট ৫৯৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং সকল শিক্ষার্থীই কৃতিত্বের সাথে কৃতকার্য হয়। প্রতিষ্ঠানের ৫৯৫ জন শিক্ষার্থীর মধ্যে ৪০৭ জন শিক্ষার্থী জিপিএ ৫.০০ (এ প্লাস) এবং ১৮৬ জন শিক্ষার্থী ‘এ’ এবং ২ জন শিক্ষার্থী ‘এ মাইনাস’ গ্রেডে পাস করে।
প্রতিষ্ঠানের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বিজ্ঞান বিভাগ থেকে ৩৪৩ জন শিক্ষার্থীর মধ্যে ৩৪১ জন ‘এ প্লাস’ ও ২ জন ‘এ’; মানবিক বিভাগের ১৩৭ জন শিক্ষার্থীর মধ্যে ২৭ জন ‘এ প্লাস’, ১০৮ জন ‘এ’ ও ২ জন ‘এ মাইনাস’; ব্যবসায় শিক্ষা বিভাগের ১১৫ জন শিক্ষার্থীর মধ্যে ৩৯ জন ‘এ প্লাস’ এবং ৭৬ জন শিক্ষার্থী ‘এ’ গ্রেডে পাস করে।
জেসিপিএসসি’র অধ্যক্ষ লেফট্যানেন্ট কর্নেল মো. কুদ্দসুর রহমান এবং উপাধ্যক্ষ মো. আবদুল হান্নান এক যুক্ত বিবৃতিতে শিক্ষার্থীদের ফলাফলে সন্তোস প্রকাশ করে বলেন, প্রতিষ্ঠানের দক্ষ শিক্ষকমÐলীর দিকনির্দেশনা ও অভিভাবকদের নিবির পরিচর্যায় এবং শিক্ষার্থীদের সার্বিক প্রচেষ্টায় কাক্সিক্ষত ফলাফল সম্ভব হয়েছে। এজন্য অধ্যক্ষ মহোদয় শিক্ষকদেরকে ধন্যবাদ এবং শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানান।

তাজাখবর২৪.কম: ঢাকা সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০১ ফাল্গুন ১৪২৮, ১২ রজব ১৪৪৩

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝