শুক্রবার ২৯ মার্চ ২০২৪

পবিপ্রবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
প্রকাশ: বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
পবিপ্রবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

পবিপ্রবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

তাজাখবর২৪.কম,পটুয়াখালী ব্যুরো: বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন ভাইস-চ্যান্সেলর ও প্রো ভাইস-চ্যান্সেলর । এছাড়া ডিন কাউন্সিল, প্রভোস্ট কাউন্সিল, সেক্টর কমান্ডারস্ ফোরাম, অফিসার্স এসোসিয়েশন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, বঙ্গবন্ধু সমন্বয় পরিষদ, কর্মচারীবৃন্দ, সাংস্কৃতিক কেন্দ্র, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, আলোকতরী, উদীচী, পাঠচক্র, বাঁধন, ঘাঁসফুল, শের-ই- বাংলা হল, এম কেরামত আলী হল, কবি সুফিয়া কামাল হলসহ বিভিন্ন সংগঠন পূষ্পার্ঘ্য অর্পণ করেন। সকালে প্রভাতফেরী ক্যাম্পাস ও দুমকি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একাডেমিক ভবনের আইকিউএসি সেমিনার কক্ষে আয়োজিত আলোচনা সভার আয়োজন করা হয়। প্রফেসর ড. মোঃ ফজলুল হকের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মেহেদী হাসান এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুনর রশীদ ও বিশেষ অতিথি ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী। ডিন কাউন্সিলের কনভেনর প্রফেসর ড. আবুল কাসেম চৌধুরী, ল্যান্ড ম্যানেজমেন্ট এন্ড এডমিনিস্ট্রেশন অনুষদের ডিন প্রফেসর আ.ক.ম মোস্তফা জামান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর স্বদেশ চন্দ্র সামন্ত, ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম রাকিব, অফিসার্স এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আরিফ আহমেদ জুয়েল, মেডিকেল এ্যাটেনডেন্ট মো. শাহাদত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর দোয়া-মোনাজাত ও মন্দিরে প্রার্থনা করা হয়। সন্ধ্যায় ছাত্র-ছাত্রীদের বক্তৃতা প্রতিযোগিতা এবং পরে কেন্দ্রীয় অডিটোরিয়ামে পবিপ্রবি সাংস্কৃতিক কেন্দ্রের ব্যবস্থাপনায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  


তাজাখবর২৪.কম: ঢাকা বুধবার ২১ ফেব্রুয়ারি ২০১৮, ৯ ফাল্গুন ১৪২৪

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝