শুক্রবার ২৯ মার্চ ২০২৪

বেলকুচিতে ওয়াকার পেল শিশু সুমন
প্রকাশ: সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
বেলকুচিতে ওয়াকার পেল শিশু সুমন

বেলকুচিতে ওয়াকার পেল শিশু সুমন

মো: আব্দুর রহমান তাজাখবর২৪.কম সিরাজগঞ্জ: ছোট শিশু সুমন জন্মগতভাবেই সেরিব্রাল পালসি (সিপি) নামক প্রতিবন্ধিতার ভুগছিলেন। তাঁত শ্রমিক বাবার পক্ষে একটা ওয়াকিং ফ্রেম (ওয়াকার) কেনার মত সামর্থ্য ছিলনা। এমন সময় পাশে এসে দাঁড়িয়েছেন এই প্রতিবেদক। পত্রিকা ও অনলাইন সংবাদটি প্রকাশ এবং সামাজিক যোগাযোগ ফেসবুকে সুমনের ছবিসহ একটি পোষ্ট দেয়। পরে কানাডা প্রবাসী সুমন জাফরের নজরে পরলে শিশু সুমনের হাঁটা শেখার জন্য একটি ওয়াকার ফ্রেম কিনে দেয়।
১৯ ফেব্রুয়ারি সোমবার সকালে বেলকুচি উপজেলা পরিষদ থেকে সুমনের জন্য তার তাঁত শ্রমিক বাবা আল মাহমুদের হাতে ওয়াকার ফ্রেমটি তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান।
উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান এই প্রতিবেদককে ধন্যবাদ দিয়ে বলেন, মানবতার সেবক কখনও মরেনা, তারা যুগযুগ বেচে থাকে মানুষের হৃদয়ে। যেখানে অসহায় মানুষের মানবতা বিপন্ন হয় সেখানেই ছুটে যান। এছাড়া বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের সেবা করে আসছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও পত্রিকায় প্রকাশের মাধ্যমে অসহায় মানুষের পাশে দারিয়ে তাদের তুলে ধরেন। এ ধরণের সংবাদে প্রশাসনসহ বৃত্তবানরা তাদের পাশে দাড়ায়। প্রশাসন ও বৃত্তবানদের নিকট থেকে যা আসে তা তিনি সততা ও নিষ্ঠার সাথে অসহায় মানুষদের হাতে তুলে দেন। জহুরুল ইসলাম তার সততার কারণে সকল শ্রেণির মানুষের আস্তা অর্জন করতে সক্ষম হয়েছেন।
এসময় প্রতিবেদকসহ সাথে ছিলেন- বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান, স্বেচ্ছা সেবি সংগঠন আলোকিত বেলকুচির সভাপতি উজ্জল অধিকারী, সুন্দর জীবনের সভাপতি নান্নু তালুকদার, সিএনএন টিভির জেলা প্রতিনিধি রেজাউল করিম প্রমুখ।
বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান বলেন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এই প্রতিবেদক মানবতার কাজ করে বেশ শুনাম অর্জন করেছেন। প্রেসক্লাবের পক্ষ থেকে আমরা তার সাধুবাদ জানাই। সে আরও মানবতার কাজ করে এগিয়ে যাক।

তাজাখবর২৪.কম: ঢাকা সোমবার ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ৭ ফাল্গুন ১৪২৪

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝