শুক্রবার ২৯ মার্চ ২০২৪

চা শ্রমিকদের কল্যাণে নজর দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রকাশ: রোববার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
চা শ্রমিকদের কল্যাণে নজর দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর-ফাইল ফটো-

চা শ্রমিকদের কল্যাণে নজর দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর-ফাইল ফটো-

তাজাখবর২৪.কম,ঢাকা: চা শ্রমিকদের উন্নয়নে বঙ্গবন্ধু কাজ করে গেছেন। আপনারও (বাগান মালিকরা) চা বাগানে কর্মরত শ্রমিকদের কল্যাণে নজর দিন।
১৮ ফেব্রুয়ারি রোববার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর ৩০০ ফুট সংলগ্ন আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)বাংলাদেশ চা প্রদর্শনী- ২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, চা শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে পাতা তুলেন, বাগানের পরিচর্যা করেন। তাদের কল্যাণে বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্যের প্রতি আপনাদের নজর দিতে হবে। পাশাপাশি শ্রমিকরাও বেশ আন্তরিকতা দিতে তাদের কাজটুকু করবেন বলে আমি বিশ্বাস করি। 
 
শেখ হাসিনা বলেন, ’৯৬ সালে ক্ষমতায় আসার পর বাংলাদেশ টি বোর্ডের পক্ষ থেকে শ্রমিকদের ঘর তৈরি করে দেয়া হয়েছে। চায়ের গবেষণা ও উৎপাদন বৃদ্ধিতে নানা পদক্ষেপ নিয়েছে। রফতানি বেড়েছে এই অর্থকারী ফসলের।

তাজাখবর২৪.কম: ঢাকা রোববার ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ৬ ফাল্গুন ১৪২৪

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝