শুক্রবার ২৯ মার্চ ২০২৪

আমরা প্রতিদ্বন্দিতাবিহীন নিরামিষ নির্বাচনে যেতে চাই না: ওবায়দুল কাদের
প্রকাশ: শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
আমরা প্রতিদ্বন্দিতাবিহীন নিরামিষ নির্বাচনে যেতে চাই না: ওবায়দুল কাদের

আমরা প্রতিদ্বন্দিতাবিহীন নিরামিষ নির্বাচনে যেতে চাই না: ওবায়দুল কাদের

মো. আবদুল্লাহ আল মামুন,তাজাখবর২৪.কম,নারায়ণগঞ্জ: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শান্তিপূর্ন কর্মসূচির নামে আদালত অবমাননা করছে বিএনপি। আন্দোলনের অক্ষমতায় তারা শান্তিপূর্ন কর্মসূচি পালন করছে।
১৬ ফেব্রুয়ারী শুক্রবার সকালে নারায়ণগঞ্জে’র কাঁচপুর দ্বিতীয় সেতু নির্মান প্রকল্পের সুপার স্ট্রাকচার কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, খালেদা জিয়ার সাজার প্রতিক্রিয়ায় জনগণ কোনো সাড়াশব্দ করেনি। এখন অক্ষমতার অজুহাতকে তারা শান্তিপূর্ন কর্মসূচি পালনের কৌশল হিসেবে প্রচার করছে।
খালেদা জিয়ার গ্রেফতারের পর তারা অনশন, অবস্থান ও বিভিন্নভাবে প্রতিবাদ করেছে। কোথাও তো পুলিশ বাধা দেয়নি। তাদের মনে রাখতে হবে তারা আদালতের বিরুদ্ধে কর্মসূচি পালন করছে । এ কর্মসূচি সরকারের বিরুদ্ধে নয়।
খালেদাকে নির্বাচন থেকে সরাতে এ রায়-বিএনপি নেতাদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা প্রতিদ্বন্দিতাবিহীন নিরামিষ নির্বাচনে যেতে চাই না। আমরা চাই সকল দলের অংশগ্রহনের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন। যে নির্বাচনে দেশের জনগন নিরাপদে তাদের ভোটাধীকার প্রয়োগ করতে পারেন।
তিনি বলেন, বিএনপি নিজেরাই যদি নির্বাচন থেকে সরে দারায় এবং সরে দাঁড়ানোর প্রতিবাদ যদি তারা প্রদর্শন করতে চায়, তা হলে আমাদের তো কিছু করার নেই।
এসময় উপস্থিত ছিলেন, কাঁচপুর সেতুর প্রকল্প পরিচালক, সড়ক ও জনপথের কর্মকর্তাবৃন্দ, প্রশানের উর্ধতন কর্মকর্তাবৃন্দসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

তাজাখবর২৪.কম: ঢাকা শনিবার ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ৫ ফাল্গুন ১৪২৪

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝