শনিবার ২০ এপ্রিল ২০২৪

ইউভেন্তুস-টটেনহ্যাম বাসরুদ্ধকর ম্যাচটি রোমাঞ্চকর ড্র
প্রকাশ: বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
ইউভেন্তুস-টটেনহ্যাম বাসরুদ্ধকর ম্যাচটি রোমাঞ্চকর ড্র

ইউভেন্তুস-টটেনহ্যাম বাসরুদ্ধকর ম্যাচটি রোমাঞ্চকর ড্র

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: ম্যাচের শুরুতেই জোড়া গোল করে দারুণ কিছুর সম্ভাবনা জাগান গনসালো হিগুয়াইন। কিন্তু দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ইতালিয়ান চ্যাম্পিয়নদের রুখে দিয়েছে টটেনহ্যাম হটস্পার।
১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে ইউভেন্তুস স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগের শ্বাসরুদ্ধকর ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।
প্রথমার্ধের শেষ দিকে হিগুয়াইন পেনাল্টি মিস না করলে জয়ের আনন্দেই মাঠ ছাড়তে পারতো গতবারের রানার্সআপরা। অন্যদিকে, দুই গোলে পিছিয়ে পড়েও ড্রয়ে শেষ করাটা টটেনহ্যামের জন্য অসাধারণ কিছু। তাছাড়া দুটি অ্যাওয়ে গোলের বাড়তি সুবিধা নিয়েই তো ঘরের মাঠে ফিরতি পর্বে নামবে মাওরিসিও পচেত্তিনোর শিষ্যরা।

চমৎকার নৈপুণ্যে ৭৮ সেকেন্ডের মাথায় দলকে এগিয়ে দেন হিগুয়াইন। মিরালেম পিয়ানিচের ছোট করে নেওয়া ফ্রি-কিকে ডি-বক্সে বল পেয়ে কোনাকুনি ভলিতে গোলরক্ষককে পরাস্ত করেন আর্জেন্টাইন স্ট্রাইকার।

শুরুর ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই দ্বিতীয় গোল খেয়ে বসে টটেনহ্যাম। নবম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন হিগুয়াইন। ইতালিয়ান উইঙ্গার ফেদেরিকো বের্নার্দেস্কি ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় ইউভেন্তুস।

২৬তম মিনিটে গোলমুখে হ্যারি কেইনের হেড ক্ষিপ্রতায় ঠেকিয়ে দেন জানলুইজি বুফ্ফন। ৩০তম মিনিটে পাল্টা আক্রমণে প্রথমে গোলরক্ষককে একা পেয়ে শট নিতে দেরি করে ফেলেন হিগুয়াইন। পরে এক জনকে কাটিয়ে নেন লক্ষ্যভ্রষ্ট শট।

শুরুতেই দুই গোল খেয়ে বসা টটেনহ্যাম লড়াইয়ে ফিরতে একের পর এক আক্রমণ করতে থাকে। ফলশ্রুতিতে ৩৫তম মিনিটে সাফল্য পায় তারা। প্রতিপক্ষের একটি আক্রমণ রুখে পাল্টা আক্রমণে ডেলে আলির পাস ধরে ডি-বক্সে ঢুকে বুফ্ফনকে কাটিয়ে কোনাকুনি শটে আসরে নিজের সপ্তম গোলটি করেন কেইন।

বিরতির আগে বাঁ-দিক থেকে দারুণ ক্ষিপ্রতায় ডি-বক্সে ঢুকে পড়া ব্রাজিলিয়ান মিডফিল্ডার দগলাস কস্তা ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু স্পট কিক ক্রসবারে মেরে হ্যাটট্রিকের সুবর্ণ সুযোগ নষ্ট করেন হিগুয়াইন।

আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা লড়াইয়ের ৭২তম মিনিটে সমতায় ফেরে অতিথিরা। প্রায় ২০ গজ দূর থেকে নিচু ফ্রি-কিকে লক্ষ্যভেদ করেন ডেনমার্কের মিডফিল্ডার ক্রিস্তিয়ান এরিকসেন। বুফ্ফন ডান দিকে ঝাঁপিয়ে বলে হাত লাগালেও রুখতে পারেননি।

বাকি সময়েও ইউভেন্তুসের রক্ষণে বেশিরভাগ চাপ ধরে রাখে টটেনহ্যাম। পাল্টা আক্রমণে দুবারের চ্যাম্পিয়নরাও প্রতিপক্ষের সীমানায় ভীতি ছড়ায়; কিন্তু জয়সূচক গোলের দেখা মেলেনি। আগামী মাসে টটেনহ্যাম হটস্পারের মাঠ ওয়েম্বলিতে হবে ফিরতি পর্ব।  

তাজাখবর২৪.কম: ঢাকা বুধবার ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ২ ফাল্গুন ১৪২৪

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝