শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

৩৫ কোটি টাকার টেন্ডার লক্ষীপুরে যুবলীগ ও ছাত্রলীগের নিয়ন্ত্রণে
প্রকাশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
৩৫ কোটি টাকার টেন্ডার লক্ষীপুরে যুবলীগ ও ছাত্রলীগের নিয়ন্ত্রণে-ফাইল ফটো-

৩৫ কোটি টাকার টেন্ডার লক্ষীপুরে যুবলীগ ও ছাত্রলীগের নিয়ন্ত্রণে-ফাইল ফটো-

আতোয়ার রহমান মনির,তাজাখবর২৪.কম,লক্ষীপুর: লক্ষীপুরে যুবলীগ ও ছাত্রলীগ নেতারা গণপূর্ত বিভাগের একটি প্রকল্পের ৩৫ কোটি টাকার কাজ টেন্ডার নিয়ন্ত্রনে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। ১২ ফেরুয়ারি সোমবার গণপূর্ত বিভাগীয় প্রকৌশলীয় কার্যালয়ে পাতানো এ টেন্ডার দাখিল করেন। এ সময় অন্য কোন ঠিকাদারকে টেন্ডার দাখিল করতে দেওয়া হয়নি।
লক্ষীপুর গণপূর্ত বিভাগীয় প্রকৌশলীয় কার্যালয় সূত্রে জানা যায়, ১২ ফেব্রুয়ারি জেলা সদর হাসপাতাল এর জন্য ১০০ শয্যা থেকে ২৫০ শয্যা নতুন ভবন নির্মাণে প্রায় ৩৫ কোটি টাকার কাজের জন্য দরপত্র আহবান করা হয়। দরপত্র দাখিলের শেষ সময় ছিল সামবার দুপুর ১২ টা পর্যন্ত ।
কয়েকজন ঠিকাদার অভিযোগ করেন,তারা নিয়ম মেনেই টেন্ডার কিনতে ও জমা দিতে এসেছিলেন। কিন্তু জেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতারা কোন সাধারণ ঠিকাদারদেরকে দরপত্র ক্রয়সহ জমাদিতে দেয়নি। এছাড়া টেন্ডার  বিক্রি ঠেকাতে ছাত্রলীগ-যুবলীগের কয়েকজন পাহারা বসায়।
এতে ভয়ে তারা (সাধারণ ঠিকাদার) দরপত্র ক্রয় করে জমাদিতে পারেনি। নিয়ম রক্ষার জন্য ছাত্রলীগসহ যুবলীগের টেন্ডার নিয়ন্ত্রনে ওই নেতারা বিপরীতে মেসার্স এম এম বিল্ডার্স,রুপালী জি এম সন্স কনসোটিয়াম,ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং এন্ড ডিভিলপমেন্ট লি:সহ ৩টি প্রতিষ্ঠানের নামে স্বু কৌশলে নোয়াখালীতে ২ টি ও লক্ষীপুরে একটি দাখিল করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতা বলেন,প্রতিবেশী জেলার এক প্রভাবশালী নেতা তাদের সংগঠনের কিছু কর্মীকে ব্যবহার করে এই টেন্ডার নিয়ন্ত্রনে নিয়েছেন।
এ ব্যাপারে বিকেলে বক্তব্য জানতে জেলা যুবলীগের সভাপতি  এ কে এম  সালাহ উদ্দিন টিপুর মোবাইল ফোনে কল করে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুনন্নবী সোহেল জানান,টেন্ডার নিয়ন্ত্রনের বিষয়টি তিনি জানেন না। এছাড়া জেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক ও বর্তমান জেলা যুবলীগ নেতা শেখ জামাল রিপন জানান,৩৫ কোটি টাকার টেন্ডার নিয়ন্ত্রন করা হয়েছে। কারা করেছে, সবাই দেখেছে। তবে নিয়ন্ত্রনে শুধু তিনি জড়িত ছিলেন না বলে জানান।
লক্ষীপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: আব্দুস সাত্তার জানান, তার অফিসহ কয়েকটি কার্যালয়ে ২০ টি দরপত্র বিক্রি করা হয়েছে।দরপত্র বিক্রিতে ও জমাদিতে বাঁধা দেওয়ার কথা কেউ তাকে জানায়নি। তিনটি দরপত্র জমা পরেছে। দরপত্র মূল্যায়ন কমিটি যাচাবাচাই করে সিদান্ত দেবে।


তাজাখবর২৪.কম: ঢাকা মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১ ফাল্গুন ১৪২৪

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝